উজ্জ্বল দাস, বরিশাল :: ০২ মার্চ ২০২৫খ্রিষ্টাব্দ, সকাল ১০:৩০ মিনিটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ,ঝালকাঠিতে জেলা নির্বাচন অফিসারের কার্যালয়, ঝালকাঠি এর আয়োজনে ‘৭ম জাতীয় জাতীয় ভোটার দিবস-২০২৫ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আশরাফুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় এবং জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ সোহেল সামাদ।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন স্কুল কলেজের ছাত্রছাত্রী, রোভার স্কাউট এর সদস্য, শিক্ষক, সংবাদিকসহ দুই শতাধিক দর্শক শ্রোতা। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রথম শর্ত হল সচেতন ভোটার ও নির্ভুল ভোটার তালিকা। আলোচনা সভায় বক্তাগণ সঠিক ভোটার তালিকা প্রস্তুতিতে জনগণকে সঠিক তথ্য প্রদান ও তথ্যগ্রহণকারী সংশ্লিষ্ট সকলকে গুরুত্ব ও মনোযোগ সহকারে কাজ করার মাধ্যমে নির্বাচনকে উৎসবমুখর ও জনগণের স্বাধীন মত প্রকাশের আশাবাদ ব্যক্ত করেন ও সম্মানিত প্রধান অতিথি নতুন ভোটারদের হাতে স্মার্টকার্ড ও লেমিনেটেড এনআইডি তুলে দেন।