রানা মিয়া:: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে মজুদ রাখা ও দ্রব্যের সঠিক পরিমাণ না থাকার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
সোমবার রাত ৯টায় ক্যাপ্টেন ফেরদৌস আলম (২২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি) এর নেতৃত্বে একটি টহল টিম এবং মোঃ ইউসুফ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ভূমি), শ্রীমঙ্গল-এর সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে আব্দুর শুকুর এন্ড ব্রাদার্সকে ১০,০০০ টাকা, কুসুম ট্রেডার্সকে ৫,০০০ টাকা এবং মাতৃভাণ্ডারকে ২০,০০০ টাকা জরিমানা করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।