1. live@somoytvbangla.com : সময় টিভি বাংলা : সময় টিভি বাংলা
  2. info@www.somoytvbangla.com : সময় টিভি বাংলা :
সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গ্রেটার সিলেট কমিউনিটি ইউ’কের নর্থ রিজিওনাল কমিটির অভিষেক অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন। সিলেটের জুয়ার রাজ্যে বেপরোয়া সাইফুলগংরা জুয়ারীদের কালো থাবায় তছনছ সাধারণ মানুষ, বখরা নেওয়ার অভিযোগ পুলিশ,ডিবি ও সাংবাদিকের বিরুদ্ধে জামালগঞ্জে ব্যারিস্টার লিটনের জনসভায় মানুষের ঢল, ৩১ দফা বাস্তবায়নে জোরালো আহ্বান চট্টগ্রামস্থ ফেনী জেলা আইনজীবী কল্যাণ পর্ষদ প্রাক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হারুয়ালছড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে পথসভা ও লিফলেট বিতরণ আরিফ আল মাহফুজের জন্মদিনে ‘সুপার সিক্সটি’র উচ্ছ্বাস ধলই সফিউল বারী দরবার শরীফে ফাতেহায়ে ইয়াজদহম, মাসিক আলোচনা ও ফাতেহা শরীফ সম্পন্ন, নাচোলে দুই গ্রুপের সংঘর্ষে সহোদর ২ ভাইয়ের মৃত্যুতে শোকের ছায়া হযরত বাবা ভাণ্ডারী কেবলা কাবা (ক.)’র ২৯ আশ্বিন পবিত্র খোশরোজ শরীফ সম্পন্ন

আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উপলক্ষ্যে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

বরিশাল ব্যুরো অফিস :: ঝালকাঠি “অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” এই প্রতিপাদ্যকো সামনে রেখে ৮ মার্চ ২০২৫ খ্রিষ্টাব্দে ঝালকাঠি জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও সনাক-টিআইবি, ঝালকাঠি এর যৌথ আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উপলক্ষ্যে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আশরাফুর রহমান, বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জনাব উজ্জ্বল কুমার রায়, এবং সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিজ অন্তরা হালদার। এছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সত্যবাণ সেনগুপ্ত, টিআইবি, ব্র্যাক, দেশ বাংলা ফাউন্ডেশন, কিশোরী ক্লাব, ঝালকাঠিসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, উদ্যোক্তা ও সচেতন নাগরিকবৃন্দ।

জাতিসংঘ ঘোষিত এ বছরের প্রতিপাদ্য “For ALL Women and Girls: Rights. Equality. Empowerment” বা “অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন”—এই আদর্শকে ধারণ করে আলোচনা সভায় নারীর অধিকার, অর্থনৈতিক সক্ষমতা ও কর্মসংস্থানে অন্তর্ভুক্তির বিষয়ে আলোচনা করা হয়। কর্মজীবী নারীদের জন্য কর্মস্থলে ডে কেয়ার সেন্টার স্থাপন, ব্রেস্ট ফিডিং কর্নার, আলাদা নামাজ ও প্রার্থনার স্থান নিশ্চিতকরণসহ নারীর গৃহস্থালি কর্মের যথাযথ মূল্যায়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈশ্বিক জেন্ডার বৈষম্য প্রতিবেদনে বাংলাদেশের ৪০ ধাপ অবনমন এবং এসডিজি অগ্রগতি প্রতিবেদনের পূর্বাভাস অনুযায়ী বর্তমান গতিতে অগ্রগতি চলতে থাকলে লিঙ্গ সমতা অর্জনে বাংলাদেশকে প্রায় ৩০০ বছর অপেক্ষা করতে হতে পারে—এমন তথ্য উঠে আসে আলোচনায়।

এ প্রেক্ষাপটে, নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য প্রযুক্তি, শিক্ষাব্যবস্থা ও উদ্যোক্তা উন্নয়নে বিনিয়োগ বাড়ানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। আলোচনা সভা শেষে মহিলা বিষয়ক অধিদপ্তর পরিচালিত জীবিকায়নের জন্য মহিলাদের দক্ষতা উন্নয়ন কর্মসূচিতে অংশগ্রহণকারী নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন আগত অতিথিবৃন্দ।

নারী-পুরুষ সমতা নিশ্চিত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই প্রতিটি স্তরে নারীর অংশগ্রহণ ও ক্ষমতায়ন নিশ্চিত করতে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি কাঠামোগত পরিবর্তন জরুরি।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট