1. live@somoytvbangla.com : সময় টিভি বাংলা : সময় টিভি বাংলা
  2. info@www.somoytvbangla.com : সময় টিভি বাংলা :
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, রাউজান জলিলনগর শাখার বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত   বাগবাড়ীতে শিমুলের জমজাট জুয়ার প্রতারণা,ঘুমিয়ে আছে ফাঁড়ি পুলিশ কানাইঘাট নিয়ন্ত্রনে সহোদর দুই আওয়ামী দোসর ওদের থামাবে ক? আবারো সিলেট-ছাতক রেলপথে আবারো ছুটবে ট্রেন! শাহ মনছুর আলী দেওয়ান আল আহাদীর উরস-এ পাক বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন ঢাকা মহানগর এর দোয়া মাহফিল, শাহসুফি ডাঃ সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারীর (রহ.)-এর পবিত্র চাহরম অনুষ্ঠিত, মরহুম নুরুল হক নুর ভাণ্ডারীর ৫ম ওফাত বার্ষিকী সম্পন্ন জামালগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

জামালগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে ১৩টি দোকান পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি কোটি টাকার বেশি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৬৯ বার পড়া হয়েছে

মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জের জামালগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে ১৩টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ফারুক মিয়ার দোকানে থাকা ১৪ বছরের কিশোর ফারদিন দগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে। তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১০ মার্চ) ভোরে উপজেলার সাচনা বাজারের সিএন্ডবি রোডে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয় ব্যবসায়ীদের মতে, মশার কয়েলের আগুন থেকে আগুনের সূত্রপাত হয়, যা দোকানে থাকা পেট্রোলের কারণে দ্রুত ছড়িয়ে পড়ে।
প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে অগ্নিকান্ডের খবর পেয়ে প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুনের ভয়াবহতা বাড়তে থাকায় পরে সুনামগঞ্জ ও জামালগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

১৩টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত এই অগ্নিকান্ডে মো: জাফর মিয়া, সিদ্দিক আলী, মো: ফারুক মিয়া, আলামিন মিয়া, নিখিল সরকার, দিলোয়ার মিয়া, জুয়েল আহমদ, মানিক মিয়া, সনজিদ দে, মো: হারুন মিয়া, আঃ রহিম, রিংকু রায় ও সুরঞ্জন সরকারের মালিকানাধীন স্যানেটারি, মুদিমাল, মোবাইল, কনফেকশনারি, মিষ্টির দোকান ও সেলুন সম্পূর্ণ পুড়ে গেছে। দোকানগুলোর নগদ টাকা, ফ্রিজ, মোবাইল, আসবাবপত্রসহ সব কিছু ধ্বংস হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকার বেশি বলে ধারণা করা হচ্ছে।

ক্ষতিগ্রস্ত এক দোকান মালিক বলেন, “জামালগঞ্জে ফায়ার সার্ভিস থাকলেও নদীর ওপারে থাকায় আমরা এর সুফল পাই না। জেলার সবচেয়ে পুরোনো বাজার সাচনা বাজারে কয়েক বছর পরপরই বড় অগ্নিকন্ড ঘটে। ২০ কিলোমিটার দূর থেকে ফায়ার সার্ভিস আসতে আসতে সব কিছু পুড়ে যায়।”

জামালগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার উত্তম কুমার সরকার জানান, “সুনামগঞ্জ থেকে একটি টিম ঘটনাস্থলে গিয়ে আমাদের সহযোগিতা চাইলে আমরা নদী পার হয়ে সেখানে যাই এবং দুটি ইউনিট মিলে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।”

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করেছি। একটি কিশোর দগ্ধ হয়েছে, যা খুবই দুঃখজনক। এ বিষয়ে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রতিবেদন পাঠানো হয়েছে।”

জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুশফিকীন নূর জানান, “ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ক্ষয়ক্ষতির প্রতিবেদন জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে। পরবর্তী নির্দেশনা পেলেই দ্রুত সহায়তা দেওয়া হবে।”

এই অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত ক্ষতিপূরণ ও জামালগঞ্জে কার্যকর ফায়ার সার্ভিস ইউনিট স্থাপনের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট