1. live@somoytvbangla.com : সময় টিভি বাংলা : সময় টিভি বাংলা
  2. info@www.somoytvbangla.com : সময় টিভি বাংলা :
শনিবার, ২১ জুন ২০২৫, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
সিলেটে ২৫ কোটি টাকার সম্পত্তি জোরপূর্বক দখলে রাখার অভিযোগ ওপারে ঝুলন্ত জাকারিয়ার লাশ ফেরত দিয়েছে বিএসএফ শাবির নারী শিক্ষার্থীকে যৌন নির্যাতন ও ভিডিও ধারণের অভিযোগে দুই ছাত্র গ্রেফতার লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির উদ্যোগে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ তাহসিনা রুশদীর লুনার সাথে যুক্তরাজ্য যুবদলের ওসমানীনগরের নেতৃবৃন্দের মতবিনিময় বাগীশিক চট্টগ্রাম উওর জেলার অভিষেকে জেলা লিগ্যাল এইড অফিসার ওসমানীনগরে অ্যাডহক কমিটিতে স্বাধীনতা চিকিৎসক পরিষদের সক্রিয় কর্মীকে সভাপতি,এলাকায় উত্তেজনা, জেলা প্রশাসকের কাছে এলাকাবসীর আবেদন জুয়া ও মাদকমুক্ত সুন্দর নান্দাইল গড়তে নাগরিক ফোরামকে ইউএনও’র আহ্বান। যে দলেরই হোক মানবাধিকার লঙ্ঘন করলে সে যেন শাস্তি পায় – এম আবদুল্লাহ একটি গাছ হতে সৃষ্টিকুলের সকল প্রাণীর উপকার হয়—–ইউএনও মোঃ মোজাম্মেল হক চৌধুরী

কানাইঘাটে সৌদিআরব প্রবাসীকে কুপিয়ে হত্যা,

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ৪৩ বার পড়া হয়েছে

কানাইঘাট প্রতিনিধি:: কানাইঘাটে বসতবাড়ীতে রিংগ টিউবওয়েল বসানোকে কেন্দ্র করে আব্দুল মতিন নামে এক সৌদি প্রবাসীকে বাজার থেকে বাড়ী ফেরার পথে প্রতিপক্ষ লোকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নির্মম ভাবে হত্যা করেছে। এসময় তার সাথে থাকা আরো ৭ জন হামলায় আহত হন। এ হত্যাকান্ডটি ঘটেছে গত রবিবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার সীমান্তবর্তী কান্দলা গ্রামে।

নিহতের আত্মীয়-স্বজন ও স্থানীয় সূত্রে জানাযায় ২ মাস আগে সৌদি আরব থেকে ছুটি নিয়ে দেশে আসেন লক্ষিপ্রসাদ পূর্ব ইউপির ডাউকেরগুল গ্রামের মৃত জফুর আলীর পুত্র আব্দুল মতিন (৩৫)। বাড়ীতে আসার পর সম্প্রতি তিনি বসতবাড়ীতে একটি রিংগ টিউবওয়েল বসানোর জন্য কাজ শুরু করলে এতে বাধা প্রদান করে প্রবাসী আব্দুল মতিনের ফুফাতো ভাই একই বাড়ীর মৃত কছন মিয়ার পুত্র হাছন আহমদ সহ তার ভাইয়েরা এবং তাদের আত্মীয় সাবেক ইউপি সদস্য জিয়া উদ্দীন। এ নিয়ে বিরোধের জের ধরে গত শুক্রবার হাছন আহমদ গংরা প্রবাসী আব্দুল মতিনকে মারধর করলে তিনি কানাইঘাট থানায় বাদী হয়ে হাছন ও তার ভাইদের বিরোদ্ধে একটি অভিযোগ দেন। থানা পুলিশ ঘটনাটি তদন্ত করলে এতে আরো ক্ষিপ্ত হয়ে উঠে হাছনের পরিবারের লোকজন। তারা প্রবাসীকে দেখে নিবে বলে হুমকী দেয়। গত রবিবার রাত সাড়ে ১০টার দিকে কয়েক জনকে সাথে নিয়ে প্রবাসী আব্দুল মতিন স্থানীয় কান্দলা মুলাগুল নয়া বাজার থেকে কেনাকাটা করে বাড়ি ফিরছিলেন। পতিমধ্যে কান্দলা গ্রামের আলমাছ উদ্দীনের বাড়ীর পাশে আসা মাত্র পূর্ব থেকে উৎ পেতে থাকা হাছন আহমদ ও তার ভাই রুবেল আহমদ, সাওয়ন আহমদ,ঈসরাইল আহমদ,ইব্রাহিম আহমদ সহ আরো কয়েকজন দেশীয় ধারালো অস্ত্র সস্ত্র নিয়ে প্রবাসী আব্দুল মতিন ও তার সাথে থাকা লোকজনের উপর হামলা চালায়। হামলাকারীরা প্রবাসীর মাথায় ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুত্বর জখম করলে তার মাথা কেটে মগজ বেরিয়ে আসে।

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে পতিমধ্যে মৃত্যুর কোলে ডলে পড়েন প্রবাসী আব্দুল মতিন। এ নির্মম হত্যা কান্ডের খবর পাওয়ার পর কানাইঘাট সার্কেলের এএসপি অলক ক্লান্তি শর্মা ও থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল রাতেই ঘটনা স্থল পরিদর্শন করেন। হত্যা কান্ডের সাথে জড়িতদের গ্রেফতার করতে সীমান্তবর্তী সহ বিভিন্ন এলাকায় পুলিশের চিরুনী অভিযান অব্যহত থাকলেও হত্যাকারী কাউকে এখন পর্যন্ত আটক করতে পারেনি পুলিশ। প্রবাসী আব্দুল মতিনের লাশ ময়না তদন্তের জন্য রাতে পুলিশ সিলেট সিওমেক হাসপাতালে পাঠিয়েছে।

নিহত প্রবাসী পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে উল্লেখ করে থানার ওসি আব্দুল আউয়াল জানান,আব্দুল মতিনের হত্যাকারীদের আটক করতে পুলিশের ষাড়াশি অভিযান চলছে। বসতবাড়ীতে রিংগ টিউবওয়েল বসানোকে কেন্দ্র করে এ হত্যা কান্ড ঘটেছে বলে তিনি জানান।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, প্রবাসী আব্দুল মতিনকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে যা এলাকার কেউ মেনে নিতে পারছেন না। হত্যাকারী হাছন আহমদ গংরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী, অপরাধী ও কুখ্যাত চোরাকারবারী। হাছন সহ তার ভাইদের বিরোদ্ধে একাধীক মামলা রয়েছে। প্রবাসীকে হত্যা করে তারা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট