1. live@somoytvbangla.com : সময় টিভি বাংলা : সময় টিভি বাংলা
  2. info@www.somoytvbangla.com : সময় টিভি বাংলা :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম :
জৈন্তাপুরের নিজপাট ইউনিয়ন শ্রমিক দলের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা গোমস্তাপুরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত দক্ষিণ সুরমায় সাংবাদিকের বাসায় হামলা,ভাংচুর ও লুটের ঘটনায় সিলেট সাংবাদিক ইউনিয়নের নিন্দা ও প্রতিবাদ দক্ষিণ সুরমায় সাংবাদিকের বাসায় হামলা, ভাঙচুর ও লুট, থানায় অভিযোগ সিলেট বিভাগের আরও ৪টি আসনে দলীয় প্রার্থীর  ঘোষণা বিএনপির এএসএমপির ছয় থানার ওসি বদল চাঁদাবাজমুক্ত ন্যায়ভিত্তিক ছাতক-দোয়ারা গড়তে দাঁড়িপাল্লায় ভোট চান ডাকসু ভিপি সাদিক কায়েম নাচোলে সড়ক দুর্ঘটনায় পরীক্ষার্থীর মৃত্যুঃ ধানুয়া কামালপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জামালগঞ্জে ভোটের হাওয়া: হাতপাখা প্রতীকের প্রার্থী ডা. রফিকুলের গণসংযোগ

ঝালকাটিতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

উজ্জ্বল দাস, বরিশাল::  ১৬ মার্চ ২০২৫ খ্রিষ্টাব্দ রবিবার সকাল ১০:০০টায় ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আশরাফুর রহমান। সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

সভায় জেলার চলমান উন্নয়ন কার্যক্রম পর্যালোচনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। ঝালকাঠি পৌরসভার গুরুত্বপূর্ণ খালসমূহ পুনরুদ্ধারের কাজ চলমান রয়েছে। এছাড়া, পৌর এলাকার রাস্তার পাশে অবৈধ দোকান উচ্ছেদ, নির্ধারিত স্থানে ভাগাড় নির্মাণ, শহরের গুরুত্বপূর্ণ স্থানে অপ্রয়োজনীয় ব্যানার অপসারণ এবং ফুল ও শোভাবর্ধক গাছ রোপণের মাধ্যমে পরিচ্ছন্ন ও সুন্দর নগর পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

নলছিটি পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচি (ADP) কার্যক্রম চলমান রাখার বিষয়ে আলোচনা করা হয়। কাঠালিয়া থেকে রাজাপুর ও কাঠালিয়া থেকে আমুয়া পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কসমূহ সংস্কারের প্রস্তাব উত্থাপন করা হয়।

সদর হাসপাতালে দরিদ্র রোগীদের চিকিৎসা সহায়তার জন্য একটি যাকাত আদায় বুথ স্থাপন করা হয়েছে, যেখানে প্রাপ্ত অনুদান তাদের চিকিৎসার জন্য ব্যয় করা হবে। এছাড়া, সড়ক ও জনপথ বিভাগের অব্যবহৃত জমিতে শিশুদের জন্য একটি পার্ক নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

জেলায় ভূগর্ভস্থ পানির ব্যবহার কমানোর লক্ষ্যে ৫,৪০০টি বৃষ্টির পানি সংরক্ষণ ট্যাংক (Rain Water Reserve Tank) স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

রমজান মাসে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য ওজোপাডিকোকে ধন্যবাদ জানানো হয় এবং এই ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানানো হয়। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার ওপর গুরুত্বারোপ করা হয় এবং আসন্ন ঈদ-উল-ফিতরকে সামনে রেখে ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করতে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

এছাড়া, কোরবানির ঈদ উপলক্ষে গরু মোটাতাজাকরণের ক্ষেত্রে ক্ষতিকর ইনজেকশন বা ট্যাবলেটের ব্যবহার নিরুৎসাহিত করা হয়।

সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভিজিএফ ও ভিজিআর কার্যক্রমের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের মাধ্যমে জেলার সামগ্রিক উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রম এগিয়ে নেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট