নিজস্ব প্রতিবেদক:: ২২ মার্চ ২০২৫ খ্রিষ্টাব্দে সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে জেলা প্রশাসন, ঝালকাঠি'র পক্ষ থেকে আর্থিক অনুদান ও ঈদ উপহার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আশরাফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেডিস ক্লাব, ঝালকাঠি'র সম্মানিত সভাপতি ও জেলা প্রশাসক এঁর সহধর্মিণী মিজ মাহফুজা খানম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজ লুৎফুন্নেছা।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতি সহমর্মিতা ও সহায়তার গুরুত্ব তুলে ধরে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান। বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে জেলা প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস প্রদান করেন। ঈদ উপহার ও অনুদান পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে, যা তাদের প্রতি সামাজিক দায়বদ্ধতার এক অনন্য উদাহরণ।
#সমান_অধিকার
#শিক্ষা_সবার_জন্যঝালকাটিতে
প্রকাশক: মিসেস মোর্শেদা হাসান, সম্পাদক : কল্লোল পাল সর্দার, প্রধান সম্পাদক : ইমরান হাসনাত জুম্মান(ইউকে প্রবাসী) ,
সহ-সম্পাদক: মো: আল-আমীন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট।, মোবাইল: ০১৬০৭৮৯৭৭৯৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত