1. live@somoytvbangla.com : সময় টিভি বাংলা : সময় টিভি বাংলা
  2. info@www.somoytvbangla.com : সময় টিভি বাংলা :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
কোম্পানীগঞ্জে আত্মত্যাগী বিএনপির কর্মী ফরহাদ আহমেদ জামালপুর শহরের মাইনপুর বসতবাড়ি জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগে ভুক্তভোগী পরিবারের সাংবাদিক সম্মেলন নিন্মতম আয়ের মানুষের চক্ষু চিকিৎসা ক্যাম্প সিলেটের দক্ষিণ সুরমায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধর্মপাশার ফাতেমানগরে অসামাজিক আসর ভাঙলো পুলিশ, নারী-পুরুষসহ আটক-৪ সুখাই রাজাপুরে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন জাকিয়া চৌধুরীর বার্ষিক পরীক্ষায় সব বিষয়ে এ+ ঝলক জৈন্তাপুরের নিজপাট ইউনিয়ন শ্রমিক দলের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা গোমস্তাপুরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত দক্ষিণ সুরমায় সাংবাদিকের বাসায় হামলা,ভাংচুর ও লুটের ঘটনায় সিলেট সাংবাদিক ইউনিয়নের নিন্দা ও প্রতিবাদ

গলাচিপায় ফুটবল খেলতে গিয়ে ট্রলার ডুবি, যুবক নিখোঁজ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

শহিদুল মোল্লা(গলাচিপা)পটুয়াখালী:: পটুয়াখালীর গলাচিপায় ঈদের দ্বিতীয় দিন ফুটবল খেলতে গিয়ে ট্রলার ডুবির ঘটনায় এক যুবক নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (১ এপ্রিল) বিকেল ৫টার দিকে গলাচিপার রতনদী তালতলী ইউনিয়নের পাতাবুনিয়া গ্রামের কাছাকাছি নদীতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, একদল যুবক পাশের উপজেলা দশমিনার পাতারচরে ফুটবল খেলতে গিয়েছিলেন। খেলা শেষে ট্রলারে করে ফেরার পথে মাঝনদীতে ট্রলারটি হঠাৎ ডুবে যায়। ট্রলারে থাকা ২০-২৫ জন যাত্রীর মধ্যে সবাই সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও জামাল (২৫) নামের এক যুবক নিখোঁজ হন। নিখোঁজ জামাল রতনদী তালতলী ইউনিয়নের দক্ষিণ নিমহাওলা গ্রামের বাসিন্দা কালাম শরীফের ছেলে।

ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করেন। এ বিষয়ে রতনদী তালতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মাসুম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয়রা উদ্ধার কার্যক্রম চালিয়েছে। তবে এখনো জামালের সন্ধান পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস সদস্যরাও উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন।

গ্রাম পুলিশ সদস্য শংকর লাল হাওলাদার জানান, দুর্ঘটনার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ যুবককে খোঁজার চেষ্টা চালাচ্ছেন।

গলাচিপা ফায়ার সার্ভিস স্টেশনের এক কর্মকর্তা মুঠোফোনে বলেন, আমরা নিখোঁজ যুবককে উদ্ধারে চেষ্টা চালাচ্ছি। নদীর গভীরতা ও রাত হওয়ার কারণে কিছুটা সময় লাগতে পারে। ডুবুরি আনা হয়েছে, সকাল থেকে আবার উদ্ধার কাজ শুরু হবে। তিনি আরও জানান, ট্রলারটি ছোট এবং অতিরিক্ত যাত্রী বহন করায় এটি ডুবে যায়।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট