স্টাফ রিপোর্টার:: ১ নং পশ্চিম ইসলামপুর ইউনিয়নের পারুয়া কালা সাদক গ্রামে সৎ চাচা কর্তৃক ভাতিজাদের জায়গা দখল
পাথর স্টোন ক্রাশার বসিয়ে বেড়া নির্মাণ এবং পাথরের স্টক করে জোর পূর্বক জমি দখল ও ভোগ করে আসছে সৎ চাচা আলতা মিয়া (৬০) আব্দুর রহিম (৪৫) জালাল মিয়া (৪৫) মুরাদ মিয়া (২৫) গংরা। আরো অভিযোগ ওঠেছে পেশী শক্তির জোরে প্রভাব বিস্তার খাটিয়ে তারা নিয়মিত শারীরিক ও মানসিক অত্যাচার চালিয়ে আসছে ভাতিজা চাঁন মিয়া(৫০)তেরা মিয়া(৬০) ময়না মিয়া(৬৫) আকাশ মিয়া(২২) ইরাক মিয়া (৩০) এদের উপর আলতা মিয়া গংদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে সামাজিক বিচারের আওতাধীন হয়েও কোন প্রতিকার পাননি ভুক্তভোগীরা। তারা জানান বিগত এক মাস যাবত বাড়ি থেকে বাইরে যাওয়ার রাস্তা বন্ধ থাকায় চলাচলে অসুবিধা দেখা দিয়েছে।এখন মহাদূর্ভোগে দিন কাটাতে হচ্ছে ভাতিজা পরিবারদের,চাচারা প্রভাবশালী,হওয়াতে তারা কোন প্রতিকার পাচ্ছে না বলে গণমাধ্যম কে জানান। এদিকে রাস্তা বন্ধ ও আইনী সহায়তা কামনা করে গত-০১-০৩-২০২৫ ইং তারিখে রোজ শনিবারে- কোম্পানীগঞ্জ থানায় ভাতিজা চাঁন মিয়া বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ প্রসঙ্গে কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনানের কাছে জানতে চেয়ে ফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।