জহিরুল ইসলাম হৃদয়,মাদারীপুর:: ৪ এপ্রিল মাদারীপুরের পুরানবাজার সিটি সুপার মার্কেটে ভোররাতের অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে অসংখ্য দোকান। বৃহস্পতিবার আনুমানিক ভোর ৩:৩৫ মিনিট সময় এ ভয়াবহ আগুনের সূত্রপাত ঘটে, যা দ্রুত পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন এতটাই ভয়াবহ ছিল যে কিছু বোঝার আগেই দগ্ধ হয়ে যায় বাজারের একটি বড় অংশ। দমকল বাহিনী তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছালেও ততক্ষণে পুড়ে গেছে অনেক ব্যবসায়ীর জীবনের সব সঞ্চয়।
এলাক বাসী ও ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে নিতে নিতে পুড়ে ছাই ১৯ টি দোকান।
প্রাথমিকভাবে আগুনের কারণ জানা না গেলেও বিষয়টি তদন্তাধীন রয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকার বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা চরম হতাশায় ভেঙে পড়েছেন। অনেকেই চোখের জল ধরে রাখতে পারেননি। তাদের উদ্দেশ্যে অনেকে দোয়া করে লিখছেন, “আল্লাহ সবাইকে হেফাজত করুক, আর সকল ভাইদের ধর্য্য দান করুক।”