1. live@somoytvbangla.com : সময় টিভি বাংলা : সময় টিভি বাংলা
  2. info@www.somoytvbangla.com : সময় টিভি বাংলা :
শনিবার, ২১ জুন ২০২৫, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
সিলেটে ২৫ কোটি টাকার সম্পত্তি জোরপূর্বক দখলে রাখার অভিযোগ ওপারে ঝুলন্ত জাকারিয়ার লাশ ফেরত দিয়েছে বিএসএফ শাবির নারী শিক্ষার্থীকে যৌন নির্যাতন ও ভিডিও ধারণের অভিযোগে দুই ছাত্র গ্রেফতার লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির উদ্যোগে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ তাহসিনা রুশদীর লুনার সাথে যুক্তরাজ্য যুবদলের ওসমানীনগরের নেতৃবৃন্দের মতবিনিময় বাগীশিক চট্টগ্রাম উওর জেলার অভিষেকে জেলা লিগ্যাল এইড অফিসার ওসমানীনগরে অ্যাডহক কমিটিতে স্বাধীনতা চিকিৎসক পরিষদের সক্রিয় কর্মীকে সভাপতি,এলাকায় উত্তেজনা, জেলা প্রশাসকের কাছে এলাকাবসীর আবেদন জুয়া ও মাদকমুক্ত সুন্দর নান্দাইল গড়তে নাগরিক ফোরামকে ইউএনও’র আহ্বান। যে দলেরই হোক মানবাধিকার লঙ্ঘন করলে সে যেন শাস্তি পায় – এম আবদুল্লাহ একটি গাছ হতে সৃষ্টিকুলের সকল প্রাণীর উপকার হয়—–ইউএনও মোঃ মোজাম্মেল হক চৌধুরী

নান্দাইলে চাঁদাবাজির হামলায় গুরুতর আহত-১

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে

হুমায়ুন কবির, নান্দাইল:: ০৩/০৪/২৫ইং সময় আনুমানিক রাত ১০:৩০ মিনিটে ময়মনসিংহ নান্দাইলে চাঁদাবাজির হামলায় গুরুতর আহত ব্যবসায়ী এমদাদ। জানা গেছে এমদাদ মিয়া নান্দাইল থানার গ্রাম:ঘোষপাড়া,পাড়া রাঙ্গামাটির মোঃফাইজুল ইসলাম সাহেবের পুত্র। তিনি নান্দাইল চৌরাস্তা একজন ফল ব্যবসায়ী। একাদারে ঈদের মার্কেটে বেচা কেনায় তাহার শরীর দুর্বল হয়ে পড়ে। এমতাবস্থায় দোকানের মালামাল গুছিয়ে টাকা পয়াসা নিয়ে বাড়ির দিকে রওনা হয়। ব্যবসায়ী এমদাদ জানায় তার কাছে ১১৫০০০/-টাকা ছিল। টাকা পয়সা নিয়ে অটোরিক্সা দিয়ে আমরিতলা বাজারে নামে।নামার কিছুক্ষন পরেই চাঁদাবাজ কারীরা তার উপর হামলা করে। তিনি বলেন চাঁদাবাজ কারীদের সাথে নানা ভাবে হাতা হাতি হয়। তার শরীরে বিভিন্ন ভাবে আগাত করে। তাদের কাছে বিভিন্ন ধরনের অস্ত্রও ছিল। হাতাহাতি একপর্যায়ে পিছন দিয়ে লোহা বা চাকুর আঘাত করে আমার মাথায়। মাথায় আঘাত করার পর তিন জন আমাকে ধরে আর একজন আমার টাকা গুলো,অ্যান্ড্রয়েড মোবাইল,ও হাতে থাকা ঘড়ি নিয়ে ঠেলা দিয়ে পেলে দেয় মাটিতে। তিনি আরও বলেন আমি তাদের কে চিনতে পেরেছি। তারা হল ১/আলামিন ২/আউয়াল পিতা:শালেক নেওয়াজ। ৩/সুমন ৪/জুমন পিতা:সাজু মিয়া। তাখন তারা মানুষ আসার শব্দ শুনে আমাকে মাটিতে পেলে সব কিছু লুট করে চলে যায়। তারপর আমরিতলা বাজারের কিছু লোক ধরা ধরি করে নান্দাইল মেডিকেলে নিয়ে যায়। নান্দাইল মেডিকেল ডাক্তার মাথায় সিলি ও পুলা জকমের ব্যথার ইনডেকশন দিয়ে মেডিকেলে ভর্তি করেন। ব্যবসায়ী এমদাদ তার গুরুতর অবস্থা ও ডাক্তারের পরামর্শ অনুযায়ী এখনো চিকিৎসাধীন অবস্তায় রয়েছেন নান্দাইল মেডিকেল হাসপাতালে।

এমদাদের পরিবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন চাঁদাবাজিদের হাত থেকে চিন্তাই হয়ে যাওয়া জিনিস গুলো উদ্ধার করে তাদের কে আইনের আওতায় আনা হউক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট