1. live@somoytvbangla.com : সময় টিভি বাংলা : সময় টিভি বাংলা
  2. info@www.somoytvbangla.com : সময় টিভি বাংলা :
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
  বাগবাড়ীতে শিমুলের জমজাট জুয়ার প্রতারণা,ঘুমিয়ে আছে ফাঁড়ি পুলিশ কানাইঘাট নিয়ন্ত্রনে সহোদর দুই আওয়ামী দোসর ওদের থামাবে ক? আবারো সিলেট-ছাতক রেলপথে আবারো ছুটবে ট্রেন! শাহ মনছুর আলী দেওয়ান আল আহাদীর উরস-এ পাক বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন ঢাকা মহানগর এর দোয়া মাহফিল, শাহসুফি ডাঃ সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারীর (রহ.)-এর পবিত্র চাহরম অনুষ্ঠিত, মরহুম নুরুল হক নুর ভাণ্ডারীর ৫ম ওফাত বার্ষিকী সম্পন্ন জামালগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ গোয়াইনঘাটে রিপন হত্যার ১৪ বছরেও বিচার পাচ্ছেনা নিহতের পরিবার, অভিযুক্ত শাহজাহানের খুটির জোর কোথায়? জামালগঞ্জের সাচনা বাজারে ‘সস্তা বাজার’ কার্যক্রমের শুভ উদ্বোধন

জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় অবস্থিত জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান শিক্ষক মোঃ লুৎফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুশফিকীন নূর।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মোছাঃ তাইয়েবুননেছা আফিন্দী, সহকারী প্রধান শিক্ষক আবু হেনা মোস্তফা জামান এবং অন্যান্য শিক্ষকবৃন্দ—সীতোষ কুমার তালুকদার, মোঃ মোজাহিদ হোসেন, অর্চনা রানী তালুকদার, মোস্তফা কামাল খাঁন, চন্দন চন্দ্র পাল, এ.বি.এম মাছুম, মোঃ কবির উদ্দিন, ইয়াসমিন চৌধুরী, দানবেন্দ্র তালুকদার, মোঃ আবু সোহাগ, মোঃ আতাউর রহমান ও ইমরুল হাসান।

দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক মাওলানা আব্দুস সালাম।

প্রধান শিক্ষক মোঃ লুৎফুর রহমান তাঁর বক্তব্যে বলেন, “আজকের বিদায় অনুষ্ঠান ছাত্রজীবনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা। তোমরা কলেজ জীবনের পথে পা রাখতে যাচ্ছ। আগামী এসএসসি পরীক্ষা যেন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে তোমাদেরকে নিয়ম মেনে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। কোনো অসদুপায় অবলম্বন করবে না। পরীক্ষার হলে প্রবেশের পূর্বে প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড ও প্রয়োজনীয় উপকরণ সঙ্গে আনতে হবে। খাতায় সঠিক তথ্য ও সেট কোড মনোযোগ সহকারে লিখবে এবং প্রয়োজনে দায়িত্বপ্রাপ্ত শিক্ষককে জানাবে।”

অনুষ্ঠান শেষে প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকরা পরীক্ষার্থীদের হাতে কলম, স্কেল, ফাইল, রুটিন ও প্রবেশপত্র তুলে দেন। সে সময় শিক্ষক-শিক্ষার্থী সবাই আবেগঘন পরিবেশে একে অপরকে বিদায় জানান।

জানা গেছে, চলতি বছর জামালগঞ্জ উপজেলায় মোট ১,০৩২ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। এর মধ্যে জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় থেকে মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান বিভাগে মোট ১৬৫ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট