1. live@somoytvbangla.com : সময় টিভি বাংলা : সময় টিভি বাংলা
  2. info@www.somoytvbangla.com : সময় টিভি বাংলা :
বুধবার, ২৫ জুন ২০২৫, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন বাংলাদেশ প্রেস কাউন্সিল ও আরজেএফ কার্যালয়ে “শোকর” ম্যাগাজিন প্রদান ফলোআপ চুরির মামলা রেকর্ডে টালবাহানা জকিগঞ্জ থানা পুলিশের, বিবাদীর কাছ থেকে বখরা নেওয়ার অভিযোগ তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে ওসি বল্লেন তদন্ত শেষ হলে ব্যবস্থা নেয়া হবে গাউসিয়া হক ভাণ্ডারী খানকাহ্ শরিফের ব্যবস্থাপনায় ৫ দিনব্যাপী শোহাদায়ে কারবালা মাহফিলের প্রস্তুতি সভা আজ মাইজভাণ্ডারী মানব কল্যাণ সংস্থার নবগঠিত কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠান ও আলোচনা সভা বৃহস্পতিবার  গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের মাসিক মাহফিল কাল হবিগঞ্জের আজমিরীগঞ্জে আওয়ামী ডেবিল পূর্নবাসনে মরিয়া বিএনপি নেতা সরশ শায়খুল ইসলাম আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রহ.) জীবন ও অবদান শীর্ষক সেমিনার মঙ্গলবার   লায়ন শুভাশীষ চৌধুরী’র জন্মদিন পালন জামালপুরে ডিবির ওসির নেতৃত্বে ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

সিলেটে সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা আজিজের উপর হামলার ঘটনায় ডেবিল মঞ্জুর গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ৫১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: সিলেটে মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুল হোসেন আজিজের উপর হামলার ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে। এ ঘটনায় সিসিকের ২২, ২৩, ২৪ নং ওয়ার্ডের সাবেক সংরক্ষিত মহিলা কাউন্সিলর শারমিন আক্তার রুমির স্বামী ডেবিল মঞ্জুর আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে জানায় পুলিশ। বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) মো. শজিব খান জানান, হামলার ঘটনায় মোস্তাক মোহাম্মদ বাদী হয়ে ২৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৩০-৪০ জনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলার প্রধান আমামি মঞ্জুর আহমেদকে পুলিশ গ্রেফতার করেছে।

শুক্রবার রাত ১১টার দিকে সিলেট আইন মহাবিদ্যালয়ের সামনে ছাত্রলীগ নেতাকর্মীদের ধারাল অস্ত্রের কোপে গুরুতর আহত হন সিলেটে মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ। এ ঘটনার জেরে রাতে মাছিমপুর এলাকায় তুলকালাম কান্ড ঘটেছে। ছাত্রলীগ নেতা আবুল কালাম দীপুর লোকজনের সাথে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৫ জন আহত হয়েছে।

জানা যায়, সিলেট আইন মহাবিদ্যালয়ের পার্শ্ববর্তী একটি রেস্টুরেন্টের সামনে মোটরসাইকেল পার্কিং নিয়ে স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুল হোসেন আজিজের কর্মীদের সাথে ছাত্রলীগ নেতা দীপুর অনুসারীদের হাতাহাতি হয়। খবর পেয়ে আজিজুল হোসেন আজিজ ঘটনাস্থলে গেলে দীপুর নেতৃত্বে তার লোকজন হামলা চালায়। তাদের ধারাল অস্ত্রের আঘাতে আজিজ গুরুতর আহত হন। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আজিজের মাথায় ১৮টি সেলাই দেওয়া হয়েছে।

আজিজের ওপর হামলার খবর পেয়ে নগরের বিভিন্ন স্থান থেকে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মাছিমপুর এলাকায় জড়ো হন। তারা দীপুকে খুঁজতে মাছিমপুর এলাকায় যান। এ সময় দীপুর লোকজনের সাথে তাদের সংঘর্ষ হয়। সংঘর্ষে আজিজের অনুসারী অন্তত ৫ জন আহত হন। ছাত্রলীগ নেতা দীপুর পক্ষ নিয়ে সংঘর্ষে অংশ নেওয়া লোকজন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ২৯টি এবং তালাশ টিভি ডট লাইভ ও জাতীয় দৈনিক আমাদের সময় এর লগো লাগানো ২ টিসহ ৩১টি মোটরসাইকেল ভাঙচুর করেন।

উল্লেখ্য এর আগে ১১ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় বিএনপি ল কলেজ ইউনিটের উপর আওয়ামী ডেবিল যুবলীগ ক্যাডার দিপু গ্রুপের অতর্কিত হামলায় ৩জন আহত হয়।

জানা যায় সিলেট মহানগরীর উপশহর ল কলেজ সংলগ্ন পয়েন্টে বর্তাবাড়ী রেস্টুরেন্টের সামনে জেলা ক্রীড়া কমপ্লেক্স রাস্তায় বিএনপি ল কলেজ ইউনিটের উপর আওয়ামী ডেবিল যুবলীগ ক্যাডার দিপু গ্রুপের অতর্কিত হামলায় সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ, মহানগর বিএনপির সহ ত্রান ও পূর্নবাসন বিষয়ক সম্পাদক ২৪ আন্দোলনে আহত ব্যক্তি আলী আশরাফ খান দিপু ও সাদিকুর রহমানসহ ৩ জন আহত হয়েছেন।

আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে আজিজুল হোসেন আজিজ ও তার সহোদর ভাই সাদিক হোসেনের অবস্থা গুরুতর বলে জানা যায়।

খবর পেয়ে আহতদের দেখতে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে ছুটে যান এবং তাদের চিকিৎসার খোঁজ খবর নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট