1. live@somoytvbangla.com : সময় টিভি বাংলা : সময় টিভি বাংলা
  2. info@www.somoytvbangla.com : সময় টিভি বাংলা :
সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গ্রেটার সিলেট কমিউনিটি ইউ’কের নর্থ রিজিওনাল কমিটির অভিষেক অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন। সিলেটের জুয়ার রাজ্যে বেপরোয়া সাইফুলগংরা জুয়ারীদের কালো থাবায় তছনছ সাধারণ মানুষ, বখরা নেওয়ার অভিযোগ পুলিশ,ডিবি ও সাংবাদিকের বিরুদ্ধে জামালগঞ্জে ব্যারিস্টার লিটনের জনসভায় মানুষের ঢল, ৩১ দফা বাস্তবায়নে জোরালো আহ্বান চট্টগ্রামস্থ ফেনী জেলা আইনজীবী কল্যাণ পর্ষদ প্রাক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হারুয়ালছড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে পথসভা ও লিফলেট বিতরণ আরিফ আল মাহফুজের জন্মদিনে ‘সুপার সিক্সটি’র উচ্ছ্বাস ধলই সফিউল বারী দরবার শরীফে ফাতেহায়ে ইয়াজদহম, মাসিক আলোচনা ও ফাতেহা শরীফ সম্পন্ন, নাচোলে দুই গ্রুপের সংঘর্ষে সহোদর ২ ভাইয়ের মৃত্যুতে শোকের ছায়া হযরত বাবা ভাণ্ডারী কেবলা কাবা (ক.)’র ২৯ আশ্বিন পবিত্র খোশরোজ শরীফ সম্পন্ন

নগরীতে রহিমা খানম নামের এক নারীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ 

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ২১৭ বার পড়া হয়েছে

সময় টিভি বাংলা ডেস্ক:: সিলেট নগরীর বাগবাড়ীস্থ একতা ৩৮৫ নং বাসার বাসিন্দা মাওলানা শফিক খানের মেয়ে সুনামগঞ্জের জামালগঞ্জের মল্লিকপুরের মাশুক আহমেদের স্ত্রী রাহিমা খানমের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ।

রহিমা খানম দাবী করেছেন তার ব্যবসায়ীক সহযোগি ভারতীয় অঙ্কুর শর্মা এবং যুক্তরাজ্যের জন ইমিকে বাংলাদেশ থেকে মানুষ যুক্তরাজ্যে প্রেরণের জন্য টাকা দিয়েছেন।
কিন্তু অঙ্কুর শর্মা এবং জন ইমির সাথে যোগাযোগ করা হলে এই বিষয়ে তারা বলেন রহিমা খানম মিথ্যা কথা বলতেছেন।

রহিমা খানম যুক্তরাজ্যের যে কোম্পানীর কাজ এবং স্পনসরশিপ সার্টিফিকেট (COS) দেখিয়ে লোকজনের কাছ থেকে টাকা নিয়েছেন সেই কোম্পানীর মালিক গডউইন এবং জোডি এই বিষয়ে কিছু জানেন না। এই দুই জন যুক্তরাজ্য পুলিশের কাছে এই বিষয়ে রহিমা খানমের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছেন।
বিষয়টি কোম্পানির মালিক গডউইন এবং জোডি যুক্তরাজ্য পুলিশকে জানালে পুলিশ জালিয়াতির মামলা দায়ের করে যাহার রেফারেন্স নং- এনএফআরসি২৫০২০৭২০১৯৮২।

হোমকেয়ারের আইনজীবিদের সাথে, বাদীপক্ষের আইনজীবি (সিনিয়র কেসওয়ার্কার) মোহাম্মদ আব্বাস খাঁনের যোগাযোগ হয়।

হোমকেয়ার অফিস থেকে মামলা রেফারেন্স নম্বর সরবরাহ করেছেন এবং নিশ্চিত করেছেন যে রহিমা খানম কোম্পানীর নামে জাল কাগজ পত্র তৈরি করছেন। তারা রহিমা এবং তার সহযোগীদের বিচারের আওতায় আনতে এবং ভুক্তভোগীদের প্রতারণামূলকভাবে নেওয়া অর্থ ফেরত প্রদানে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। আর অঙ্কুর শর্মা এবং জন ইমির সাথে সংশ্লিষ্টদের যোগাযোগ রয়েছে তারা যেকোন প্রয়োজনে সহযোগিতা করতে প্রস্তুত।

সকল ভুক্তভোগীদের এগিয়ে এসে তাকে রহিমা খানমের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য তারা অনুরোধ করেছেন। সকলকে তার জালিয়াতি এবং প্রতারণা থেকে সর্তক থাকতে আহবান জানানো হয়েছে।

অভিযোগ গুলো নিয়ে রহিমা খানমের ব্যবহারিত নাম্বারে একাধিকবার যোগাযোগ করা হলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। সেজন্য তার বক্তব্য পাওয়া যায় নি।

সুত্রঃ শ্যামল সিলেট

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট