1. live@somoytvbangla.com : সময় টিভি বাংলা : সময় টিভি বাংলা
  2. info@www.somoytvbangla.com : সময় টিভি বাংলা :
বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাতকে সোনাই নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৪ ড্রেজার মেশিন ধ্বংস কুমিল্লার মুরাদনগরে সংখ্যালগো মহিলাকে ধর্ষণের ভিডিও ভাইরাল, বিচার ও নিরাপত্তা দাবী পরিবারের নাজিরহাটে মোবাইল কোর্টের অভিযান: ৬ ব্যবসায়ীকে জরিমানা কুমিল্লার মুরাদনগরে সংখ্যালঘু গৃহবধুর উপর  পাশিবিক নির্যাতন ও ঢাকার খিলক্ষেত এলাকায় দূর্গা মন্দির, প্রতিমা ভাঙ্গচুরের প্রতিবাদে মানববন্ধন আমেরিকার নিউইয়র্কে ‘নর্থ আমেরিকান মুসলিম অ্যালায়েন্স’ এর দুই দিনব্যাপী ইসলামিক কনভেনশন অনুষ্ঠিত “সবরের মধ্য দিয়ে হক প্রতিষ্ঠার লক্ষ্যে প্রেমাষ্পদের প্রতি উৎসর্গিত প্রেমের শিক্ষা দিয়েছে কারবালা।” —  শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী ফটিকছড়ি পৌরসভার ৫০ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা, বৃদ্ধি ৬৩% পশ্চিম ডাবুয়াতে পবিত্র শোহাদায়ে কারবালার স্বরণে মিলাদ মাহফিল কোম্পানীগঞ্জে চাচা ওয়ারিছের মুক্তিযোদ্ধা দাবীকে ভূয়া বল্লেন বীরকন্যা ভাতিজি জফুরা বেগম আরজেএফ’র অর্থসচিব ফারুকুল ইসলামের স্মরণসভা অনুষ্ঠিত

নান্দাইলে সবচেয়ে অবহেলিত শিক্ষা প্রতিষ্ঠান সিংরইল উচ্চ বিদ্যালয়৷

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ৪৯ বার পড়া হয়েছে

হুমায়ুন কবির, নাব্দাইল:: এলাকার সকলের নিকট-বিদ্যালয়টি আবেগ ও ভালোবাসায় হৃদয়ে জোরে আছে। তবে বর্তমানে বিদ্যালয়টির অস্তিত্ব হুমকিতে রয়েছে।

১৯৫৮ তে নির্মিত ভবনটি জরাজীর্ণ অবস্হায় কোন রকম ভাবে ঠিকে আছে। যে-কোন সময় ঘটতে পারে দূর্ঘটনা। হতে পারে প্রাণহানি।

দুঃখের সহিত বলতে হয় যে,স্বাধীনতার ৫৪ বছর হলেও,সিংরইলের প্রাণকেন্দ্রে বিদ্যালয়ে উন্নয়নের ছোঁয়াও লাগে নি।

নান্দাইলের সাবেক এমপি, মেজর জেনারেল আব্দুস সালাম সাহেবের তত্বাবধানে, একটি নতুন ভবন নির্মিত হয়।(২০১২-২০১৩ সালে ) সেখানে ২ টি ক্লাসরুম সহ অফিস কক্ষ হয়।

সাধারণত একটি উচ্চ বিদ্যালয়ে নূন্যতম, ৫ টি ক্লাস রুমের প্রয়োজন। সেখানে বিদ্যালয়ে ২ টি রুম।

এমতাবস্থায়,সিংরইল সরকারি প্রাথমিক বিদ্যালয় কতৃপক্ষ, বিদ্যালয়ের ২ টি রুম দিয়ে সহযোগীতা করে। বর্তমানে কষ্টের সহিত পড়াশোনা করতে হচ্ছে শিক্ষার্থীদের।

উল্লেখ্য,, ১৯৫৮ তে নির্মিত ভবনটি,সিংরইল উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ ২০২৫ এর শুরুতে পরিত্যাক্ত ঘোষনা করে। (যদি-ও এটি আরো ১০ বছর আগে থেকেই ঝুকিপূর্ণ অবস্হায় রয়েছে। ক্লাস চলাকালীন সময়ে অনেকের মাথায় ছাঁদ থেকে ইঁট,বালি, ভেঙে পড়ার ও নজির রয়েছে। ক্লাসরুম সংকট থাকায়, ঝুঁকি নিয়েও এই রুমগুলো কে ব্যাবহার করতে হচ্ছে।

তারপর ক্লাসরুম সংকট থাকায়
সিংরইল সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ, পুরাতন একটি ভবন দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।

সিংরইল সরকারি প্রাথমিক বিদ্যালয় এর নতুন একটি ভবন চালু হওয়ায়, পুরাতন ভবন দিয়ে সহযোগীতা করতে পারে, নতুবা এখনোও উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিত্যাক্ত ভবনে ঝুঁকি নিয়ে ক্লাস করতে হতো।

Uno Nandail Mymensingh মহোদয়ার সুদৃষ্টি কামনা করছি। আশা রাখছি আপনি এই বিষয়ে পদক্ষেপ নিবেন। ভবিষ্যত প্রজন্ম কে, সুন্দর ও মানসম্মত বিদ্যালয়ে পড়াশোনার ব্যাবস্হা করে দিবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট