1. live@somoytvbangla.com : সময় টিভি বাংলা : সময় টিভি বাংলা
  2. info@www.somoytvbangla.com : সময় টিভি বাংলা :
বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাতকে সোনাই নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৪ ড্রেজার মেশিন ধ্বংস কুমিল্লার মুরাদনগরে সংখ্যালগো মহিলাকে ধর্ষণের ভিডিও ভাইরাল, বিচার ও নিরাপত্তা দাবী পরিবারের নাজিরহাটে মোবাইল কোর্টের অভিযান: ৬ ব্যবসায়ীকে জরিমানা কুমিল্লার মুরাদনগরে সংখ্যালঘু গৃহবধুর উপর  পাশিবিক নির্যাতন ও ঢাকার খিলক্ষেত এলাকায় দূর্গা মন্দির, প্রতিমা ভাঙ্গচুরের প্রতিবাদে মানববন্ধন আমেরিকার নিউইয়র্কে ‘নর্থ আমেরিকান মুসলিম অ্যালায়েন্স’ এর দুই দিনব্যাপী ইসলামিক কনভেনশন অনুষ্ঠিত “সবরের মধ্য দিয়ে হক প্রতিষ্ঠার লক্ষ্যে প্রেমাষ্পদের প্রতি উৎসর্গিত প্রেমের শিক্ষা দিয়েছে কারবালা।” —  শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী ফটিকছড়ি পৌরসভার ৫০ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা, বৃদ্ধি ৬৩% পশ্চিম ডাবুয়াতে পবিত্র শোহাদায়ে কারবালার স্বরণে মিলাদ মাহফিল কোম্পানীগঞ্জে চাচা ওয়ারিছের মুক্তিযোদ্ধা দাবীকে ভূয়া বল্লেন বীরকন্যা ভাতিজি জফুরা বেগম আরজেএফ’র অর্থসচিব ফারুকুল ইসলামের স্মরণসভা অনুষ্ঠিত

ছাতকে চুনাপাথর ব্যবসায়ীদের মানববন্ধন ও প্রতিবাদ সভা সম্পন্ন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার চেলা-ইছামতী ইম্পোর্টার্স এন্ড সাপ্লাইয়ার্স এসোসিয়েশনের আয়োজনে ২১শে এপ্রিল ২০২৫ ইং তারিখ রোজ সোমবার বিকেলে ইছামতী ব্রীজে সাম্প্রতিক সময়ে জাতীয় দৈনিক মানবজমিন, সিলেটের ডাক,জৈন্তাবার্তা ও পুণ্যভূমি পত্রিকায় কোম্পানীগঞ্জ-ছাতক সীমান্তবর্তী সোনাই নদীতে বাঁধ দিয়ে চাঁদাবাজি “শিরোনামে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে।

প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।এতে লিখিত বক্তব্য পাঠে সংগঠনের সাধারণ সম্পাদক, এম বেলাল আহমেদ বলেন,জাতীয় দৈনিক মানবজমিন ও আঞ্চলিক দৈনিক সিলেটের ডাক ১৯/০৪ তারিখে ও জৈন্তা বার্তা ১৮/০৪ তারিখে সিলেট পুণ্যভূমি পত্রিকায় কোম্পানীগঞ্জ ছাতক সীমান্তবর্তী সোনাই নদীতে বাঁধ দিয়ে চাঁদাবাজি “শিরোনামে প্রকাশিত মিথ্যা সংবাদে আমরা তিব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। সেই সাথে এ্সোসিয়েশনের সদস্যবৃন্দ বৈধ প্রন্থায় সরকারকে আগাম ভ্যাট/ট্যাক্স পরিশোধের মাধ্যমে ইছামতি নদী দিয়ে চুনাপাথর আমদানি করে থাকি। শুকনো মৌসমে নদীতে পানি কম থাকায় আমরা ইছামতি থেকে ছোট ট্রাকের মাধ্যমে কোম্পানীগঞ্জ ভোলাগঞ্জের বিভিন্ন ক্রাশার মিলে পাথর সরবরাহ করে থাকি।

সোনাই নদীতে রাবারড্রাম প্রজেক্ট চালু থাকায় বোরো মৌসমে পানি ভরাট থাকায় সোনাই নদীতে ছাতক এবং কোম্পানীগঞ্জ সীমান্তে গাংপার নোয়াকুট স্থানে আমরা বিগত ৩ বছর যাবত পানি প্রবাহের রাস্থা রেখে ডাইবেশন রোড/টেম্পরারি বাঁধ দিয়ে থাকি। যাহা:বাঁধ নির্মাণকালীন সময়ে উপজেলা প্রশাসন ইউএনও মহোদয় ছাতক ও থানা প্রশাসন ওসি মহোদয়কে দরখাস্থের মাধ্যমে অবগত করা হয়েছে।ডাইবেশন রোড চালু থাকিলে আমরা বেশি পাথর ভোলাগঞ্জ সাপ্লাই দিতে পারি এতে সরকার বেশি ট্যাক্স পায় এবং এলাকার হাজার হাজার শ্রমিকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়।পুলিশ প্রশাসনের ও গনমাধ্যমের একাধিক কর্মী সেটা পরিদর্শন করে গিয়েছেন। আমরা এই রাস্থায় কাউকে কোন প্রকার চাঁদা দেই না। আমরা ব্যবসায়ীগন গ্রুপের মাধ্যমে রাস্থা প্রসস্থ ও সংস্কার গ্রুপের ফান্ড থেকে ইছামতী বাজার হইতে বাধ পর্যন্ত প্রায় ১০লক্ষ টাকা ব্যায়ে রাস্থা সংস্কার করেছি যার কাজ এখনো চলমান। আমাদের সম্মানিত সদস্য মোঃ ইলিয়াস আলীর নামে চাঁদাবাজি সংক্রান্ত যে মিথ্যা অপবাদ ও অপপ্রচার হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং প্রিন্ট মিডিয়া ও অনলাইন মিডিয়ার সাংবাদিক ভাই ও প্রশাসনের প্রতি আমরা দাবি পেশ করছি সরেজমিনে তথ্য নিয়ে বস্তুনিষ্ট সংবাদ প্রকাশে সহযোগিতা করবেন। এবং সাম্প্রতিক সময়ে দৈনিক মানবজমিন ও সিলেটের ডাক-দৈনিক পুণ্যভূমি পত্রিকায় যে কৃচক্রী মহল আমাদের চেলা-ইছামতী ইম্পোটার্স এন্ড সাপ্লাইয়ার্স এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি বর্তমান ইউ/পি সদস্য মোঃ শফিক আলী কে জড়িয়ে মিথ্যা বানোয়াট বিভ্রান্তিমূলকভাবে সম্মান হানির দৃষ্টি গোচর হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ সমন্নয়ে বৈধ ব্যবসা চুনাপাথর আমদানি করে আসছি। ব্যবসায়ী নেতৃবৃন্দের অনুরোধ: গণমাধ্যম কর্মীগণ আপনারা সত্য প্রকাশে সরেজমিন পরিদর্শন পূর্বক সংবাদ দেশ জাতির কল্যাণে প্রকাশ করবেন। এবং প্রশাসনের প্রতি জোর দাবী মিথ্যা তথ্য দিয়ে একটি কৃচক্রী মহল নানাভাবে আমাদের ব্যবসায়ীদের ক্ষতিসাধন করতে তৎপর হয়ে ব্যবসার প্রতিবন্ধকতা চেষ্টা করিতেছেন। তাদের প্রতি আইনগত ব্যবস্থা গ্রহণে জোর দাবি জানাচ্ছি। অন্যতায় আমরা ব্যবসায়ী নেতৃবৃন্দ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

এতে উপস্থিত ছিলেন “চেলা-ইছামতী ইম্পোর্টার্স এন্ড সাপ্লাইয়ার্স এসোসিয়েশন”এর সভাপতি আব্দুল হাই সহ-সভাপতি ইউপি সদস্য শফিক আলী,সাধারণ সম্পাদক বিল্লাল আহমদ সদস্য আবুল মিয়া,ফজল করিম, মোবারক মিয়া এলাইছ মিয়া বতু মানিক মিয়া জসীম উদ্দীন,রুস্তম আলী জয়নাল মিয়া আজিজুর রহমান, বিশিষ্ট মুরব্বি ছবর আলী বাহার উদ্দিন মন্তাজ খাঁ, নুরুল ইসলাম সামছু মিয়া,দুলাল আহমদ, আলমগীর,সাদেক আলী, রুপন মিয়া,শাহীন মিয়া,রাহেল মিয়া, প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট