1. live@somoytvbangla.com : সময় টিভি বাংলা : সময় টিভি বাংলা
  2. info@www.somoytvbangla.com : সময় টিভি বাংলা :
শনিবার, ২১ জুন ২০২৫, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
যে দলেরই হোক মানবাধিকার লঙ্ঘন করলে সে যেন শাস্তি পায় – এম আবদুল্লাহ একটি গাছ হতে সৃষ্টিকুলের সকল প্রাণীর উপকার হয়—–ইউএনও মোঃ মোজাম্মেল হক চৌধুরী ভোলাগঞ্জ রোপওয়ে’ সাদাপাথর পাহারায় শাহাব উদ্দিনের নেতৃত্বে বিএনপি’ যুবদল এসএমপি ডিবির পৃথক অভিযানে আবাসিক হোটেলে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ১০ জন গ্রেফতার জকিগঞ্জে চুরির লাইভ নিয়ে মারামারির মামলা রেকর্ড হলেও চুরির মামলা রেকর্ডে পুলিশের লুকোচুরি খেলা, আর্থিক লেনদেনের অভিযোগ ভুক্তভোগী পরিবারের সিলেটে মির্জা ফখরুলের আগমন উপলক্ষে সাংবাদিকদের সাথে এম এ মালিকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় “ইউনিটি অব মৌলভীবাজার এর সম্মেলন ২০২৫ সফলভাবে সম্পন্ন এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ছিনতাইকৃত পিকআপ উদ্ধার, ৩২ বস্তা চিনি ও নগদ অর্থসহ ০২ ছিনতাইকারী গ্রেফতার এসএমপি লামাবাজার ফাঁড়ি পুলিশ ও ডিবির অভিযানে আবাসিক হোটেলে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ৯ জন গ্রেফতার শাহপরান থানা পুলিশের অভিযানে ৯০ লক্ষ টাকার ভারতীয় চোরাই পণ্যসহ আটক ৩

“মানবতার জয়গান”

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ৪০ বার পড়া হয়েছে

“মানবতার জয়গান”
~মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী।

শুন হে মানুষ, কর মনুষ্যত্বের অনুসন্ধান,
দূর হোক অন্ধকার, ঘুচুক সকল ব্যবধান।
এক বিশ্বাসে বাঁধি মোরা তান, সবাই এক প্রাণ,
অনন্ত আকাশে ধ্বনিত হোক, একত্বের বাণী মহান।

নব প্রভাতের রাগে, ঘুচে যাক আঁধার কাল,
জাগো নিপীড়িত জন, ছিন্ন করো বঞ্চনার জাল।
ধরণীর মুক্ত প্রাঙ্গণে, নবীন কিরণ লাগে,
সবার হৃদয়ে বাজে, একই সুর একই তান।।

শ্রমিকের ঘাম ঝরে, কৃষকের হাসি ফোটে,
ধনী দরিদ্র ভেদাভেদ, আর যেন নাহি রটে।
মেহনতী মানুষের জয়, হবেই হবে একদিন,
সম অধিকারের পথে, সকল বাঁধা হবে খান খান।।

নারী আর পুরুষের, ভেদাভেদ রবে না আর,
সমান মর্যাদা লভিবে, করিবে জগৎ পার।
মুক্ত বিহঙ্গের মতো, উড়িবে আপন ডানায়,
নতুন দিনের আলোয়, রচিবে নব বিধান।।

ধর্মের নামে বিভেদ, সৃষ্টি করিবে নাকো আর,
সৃষ্টির সেরা মানুষ জানো, সবে হও একাকার।
ভালোবাসার বন্ধনে, গাঁথিবে নিখিলটারে,
দূর হবে হিংসা দ্বেষ, ঘুচিবে সকল ব্যবধান।।

ভাষার বিভিন্নতা, সংস্কৃতি বহুরূপী,
এক সূত্রে গাঁথা মালা, যেন অনুপম অপরূপী।
বৈচিত্র্যের মাঝে ঐক্য, ইহাই তো মহিমা,
সবার হৃদয়ে জাগে, একই সুরের আহ্বান।।

জাতি আর বর্ণের অহংকার থেকে রও দূরে,
সবে অনুভব করো সদা, মানুষের মহিমারে।
সবার রক্তে একই সুর, সকল বিভেদ করে দূর,
মিথ্যা গর্বের বোঝা ফেলে, শুন সত্য আহ্বান।।

অন্ধ কুসংস্কারের, আঁধার সরিয়ে দাও,
বিজ্ঞান আলোকে পথ, নির্ভয়ে জানাও।
যুক্তির পথে সবে চলি, জ্ঞানের প্রদীপ জ্বালি,
মুক্ত মনের প্রাঙ্গণে, রচি নব অভিযান।।

ক্ষুদ্র বৃহৎ নাহি রবে, সকলের সম-স্থান,
দরিদ্রের অশ্রুজলে, কাঁদবে সবার প্রাণ।
সহানুভূতি আর প্রীতিময়, করিবে বিশ্বময়,
ঘুচিবে অভাব যত, রবে সকলের মান।।

প্রকৃতির সম্পদ বাঁটো, সকলে মিলিয়া আজ,
লোভের কালো ছায়া যেন, নাহি হানে কভু সাজ।
ধরণীর স্নেহধারা, জাগুক সবার হিয়া,
সুন্দর আগামী রচি, গাও সবে মুক্তির গান।।

এসো হাতে হাত রাখি, ঐক্যের পতাকা তুলি,
সাম্যের বারতা গাই, নবজীবনের কলি।
ভেদাভেদ ভুলে গিয়ে, একই সুরে সুর মিলিয়ে,
গাহি মুক্তির গান, একাত্মার বন্ধনে জুড়াই প্রাণ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট