1. live@somoytvbangla.com : সময় টিভি বাংলা : সময় টিভি বাংলা
  2. info@www.somoytvbangla.com : সময় টিভি বাংলা :
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, রাউজান জলিলনগর শাখার বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত   বাগবাড়ীতে শিমুলের জমজাট জুয়ার প্রতারণা,ঘুমিয়ে আছে ফাঁড়ি পুলিশ কানাইঘাট নিয়ন্ত্রনে সহোদর দুই আওয়ামী দোসর ওদের থামাবে ক? আবারো সিলেট-ছাতক রেলপথে আবারো ছুটবে ট্রেন! শাহ মনছুর আলী দেওয়ান আল আহাদীর উরস-এ পাক বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন ঢাকা মহানগর এর দোয়া মাহফিল, শাহসুফি ডাঃ সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারীর (রহ.)-এর পবিত্র চাহরম অনুষ্ঠিত, মরহুম নুরুল হক নুর ভাণ্ডারীর ৫ম ওফাত বার্ষিকী সম্পন্ন জামালগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

কোম্পানীগঞ্জে তেলিখাল ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:: সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল ইউনিয়ন পরিষদে ২৪ এপ্রিল ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়েছে “স্থানীয় জনগোষ্ঠীর ঝুঁকি নিরূপণ (সিআরএ), স্থানীয় অভিযোজন পরিকল্পনা (লাপা) এবং দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা যাচাইকরণ” বিষয়ক কর্মশালা। ইসলামিক রিলিফ বাংলাদেশ-এর “সুপ্রিম এশিয়া” প্রকল্পের সার্বিক সহযোগিতায় এই কর্মশালার আয়োজন করা হয়। ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শিহাব উদ্দিন-এর সভাপতিত্বে কর্মশালাটি পরিচালনা করেন ইসলামিক রিলিফ বাংলাদেশ-এর সহকারী প্রকল্প কর্মকর্তা মোঃ রুবেল মিয়া কর্মশালার উদ্বোধনী বক্তব্য প্রদান করেন জেলা প্রকল্প ব্যবস্থাপক কর্মকর্তা মো. ওহিদুল ইসলাম , যিনি ইসলামিক রিলিফ বাংলাদেশ

এর কার্যক্রম সম্পর্কেও বিস্তারিত তুলে ধরেন।এরপর সহকারী প্রকল্প কর্মকর্তা মো. সোহেল রানা সিআরএ ও লাপার তথ্য সংগ্রহ প্রক্রিয়া, লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ওয়ার্ড পর্যায়ে ঝুঁকি হ্রাস পরিকল্পনা নিয়ে আলোচনা করেন সহকারী প্রকল্প কর্মকর্তা মো. রুবেল মিয়া।

কর্মশালায় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুর রব বলেন, “ওয়ার্ড পর্যায়ে জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে দুর্যোগ-সম্পর্কিত ঝুঁকিগুলো চিহ্নিত করে ইসলামিক রিলিফ বাংলাদেশ-এর সহযোগিতায় পরিকল্পিত স্কিম প্রস্তুত ও উপস্থাপন করা হয়। এসব স্কিম অংশগ্রহণমূলকভাবে মূল্যায়নের ফলে জনগণের মতামত প্রতিফলিত হয়েছে। ভবিষ্যতে এই স্কিমগুলো ইউনিয়ন পরিষদের বার্ষিক বাজেটে অন্তর্ভুক্ত করে বাস্তবায়নের মাধ্যমে দুর্যোগের সম্ভাব্য ক্ষয়ক্ষতি হ্রাস করা সম্ভব হবে।সমাপনী বক্তব্যে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শিহাব উদ্দিন বলেন, এই ঝুঁকি হ্রাস পরিকল্পনা ভবিষ্যতের বিভিন্ন দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে সহায়ক ভূমিকা রাখবে।” তিনি ইসলামিক রিলিফ বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন।কর্মশালায় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ডের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট