রানা মিয়া:: শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজারের দুরুত্ত ২১ কিলোমিটার হবার পরও এর সিএনজি ভাড়া মাত্র ৪০ টাকা। আর শ্রীমঙ্গল থেকে সাতঁগাও চৌমনার দুরুত্ত মাত্র ৭ কিলোমিটার। এর সিএনজি ভাড়া ৩০ টাকা। প্রশাসনের কাছে স্থানীয়দের প্রশ্ন শ্রীমঙ্গল থেকে সাতঁগাও চৌমনার দুরুত্ত এত কম থাকার পরেও ভাড়া এত বেশি কেনো। সাধারন জনগনকে এভাবে ঠকিয়ে টাকা আদায় করে নিচ্ছে সিনএনজি চালকরা এবং তাদের পিছনে রয়েছে সিনএনজি সংগঠনের নেতারা। এর প্রতিবাদ করার কেউ নেই।
{শ্রীমঙ্গল প্রসাশনের সুদিষ্টি কামনা করছে আমজনতা।}
প্রকাশক: মিসেস মোর্শেদা হাসান, সম্পাদক : কল্লোল পাল সর্দার, প্রধান সম্পাদক : ইমরান হাসনাত জুম্মান(ইউকে প্রবাসী) ,
সহ-সম্পাদক: মো: আল-আমীন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট।, মোবাইল: ০১৬০৭৮৯৭৭৯৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত