1. live@somoytvbangla.com : সময় টিভি বাংলা : সময় টিভি বাংলা
  2. info@www.somoytvbangla.com : সময় টিভি বাংলা :
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লার মুরাদনগরে সংখ্যালগো মহিলাকে ধর্ষণের ভিডিও ভাইরাল, বিচার ও নিরাপত্তা দাবী পরিবারের নাজিরহাটে মোবাইল কোর্টের অভিযান: ৬ ব্যবসায়ীকে জরিমানা কুমিল্লার মুরাদনগরে সংখ্যালঘু গৃহবধুর উপর  পাশিবিক নির্যাতন ও ঢাকার খিলক্ষেত এলাকায় দূর্গা মন্দির, প্রতিমা ভাঙ্গচুরের প্রতিবাদে মানববন্ধন আমেরিকার নিউইয়র্কে ‘নর্থ আমেরিকান মুসলিম অ্যালায়েন্স’ এর দুই দিনব্যাপী ইসলামিক কনভেনশন অনুষ্ঠিত “সবরের মধ্য দিয়ে হক প্রতিষ্ঠার লক্ষ্যে প্রেমাষ্পদের প্রতি উৎসর্গিত প্রেমের শিক্ষা দিয়েছে কারবালা।” —  শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী ফটিকছড়ি পৌরসভার ৫০ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা, বৃদ্ধি ৬৩% পশ্চিম ডাবুয়াতে পবিত্র শোহাদায়ে কারবালার স্বরণে মিলাদ মাহফিল কোম্পানীগঞ্জে চাচা ওয়ারিছের মুক্তিযোদ্ধা দাবীকে ভূয়া বল্লেন বীরকন্যা ভাতিজি জফুরা বেগম আরজেএফ’র অর্থসচিব ফারুকুল ইসলামের স্মরণসভা অনুষ্ঠিত বিশিষ্ট সমাজসেবিকা ছায়া রাণী দাশ এর পরলোকগমনে শোক প্রকাশ

চাকুরীর প্রলোভন দেখিয়ে দুই কিশোরীকে কক্সবাজারে নিয়ে বিক্রি!

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে

প্রতিদিনসময় টিভি বাংলা ডেস্ক:: চাকুরীর প্রলোভনে গার্মেন্টসে কাজ দেওয়ার কথা বলে সিলেটের দুই কিশোরীকে কক্সবাজার নিয়ে বিক্রি করে দেওয়া অভিযোগ পাওয়া গেছে। সেখানে হোটেলে আটকে রেখে ১৪ দিন তাদেরকে দিয়ে জোরপূর্বক অনৈতিক কাজ করানো হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আইনের আশ্রয় নেওয়ায় অপরাধী চক্র তাদেরকে ছেড়ে দেয়।

বৃহস্পতিবার রাতে কক্সবাজার থেকে ফিরে আসলে ভুক্তভোগীদের ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। ভুক্তভোগী দুই কিশোরীর বাড়ি সিলেট শহরতলীর পীরেরবাজার এলাকায়।

ওই দুই কিশোরীর ভাষ্যমতে, বাড়ির পাশের এক নারী তাদেরকে কক্সবাজারে গার্মেন্টসে কাজ পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। ৭ এপ্রিল ওই নারী দুই কিশোরীকে বাসে কক্সবাজারে তার ছেলে ইমনের কাছে পাঠান। কক্সবাজারের ডলফিন মোড় থেকে তাদেরকে নিজের বাসায় নিয়ে যান ইমন। পরদিন ইমন গার্মেন্টসের কথা বলে ভুক্তভোগীদের একটি আবাসিক হোটেলে রেখে আসেন। এরপর ওই হোটেলে ১৪ দিন আটকে রেখে তাদেরকে অনৈতিক কাজে বাধ্য করা হয়।

এদিকে, কক্সবাজার যাওয়ার পর খোঁজ না পেয়ে দুই কিশোরীর পরিবারের পক্ষ থেকে ৯ এপ্রিল শাহপরাণ থানায় জিডি করা হয়। পুলিশ খোঁজ-খবর নেওয়া শুরু করায় ওই নারী তার ছেলেকে ভুক্তভোগী কিশোরীদের ছেড়ে দিতে বলেন। মুক্তি পেয়ে দুই কিশোরী বৃহস্পতিবার রাতে কক্সবাজার থেকে সিলেট পৌঁছান।

শাহপরাণ থানার ওসি মো. মনির হোসেন জানান, কাজের কথা বলে কক্সবাজার নিয়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ পাওয়া যায়নি। তবে নিখোঁজের কথা উল্লেখ করে দুই পরিবারের পক্ষ থেকে জিডি করা হয়েছিল। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট