1. live@somoytvbangla.com : সময় টিভি বাংলা : সময় টিভি বাংলা
  2. info@www.somoytvbangla.com : সময় টিভি বাংলা :
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
“সবরের মধ্য দিয়ে হক প্রতিষ্ঠার লক্ষ্যে প্রেমাষ্পদের প্রতি উৎসর্গিত প্রেমের শিক্ষা দিয়েছে কারবালা।” —  শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী ফটিকছড়ি পৌরসভার ৫০ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা, বৃদ্ধি ৬৩% পশ্চিম ডাবুয়াতে পবিত্র শোহাদায়ে কারবালার স্বরণে মিলাদ মাহফিল কোম্পানীগঞ্জে চাচা ওয়ারিছের মুক্তিযোদ্ধা দাবীকে ভূয়া বল্লেন বীরকন্যা ভাতিজি জফুরা বেগম আরজেএফ’র অর্থসচিব ফারুকুল ইসলামের স্মরণসভা অনুষ্ঠিত বিশিষ্ট সমাজসেবিকা ছায়া রাণী দাশ এর পরলোকগমনে শোক প্রকাশ জামালপুরে ইসলামপুরে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা গাউসিয়া হক ভাণ্ডারী খানকাহ্ শরিফের ব্যবস্থাপনায় ৫ দিনব্যাপী শোহাদায়ে কারবালা মাহফিল ১ জুলাই আরম্ভ চরণদ্বীপ দরবার শরীফে তিনদিনব্যাপী শোহাদায়ে কারবালা মাহফিল আরম্ভ ৪ জুলাই মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি ‘ক’ জোনের মাসিক উদ্দীপনা সভা অনুষ্ঠিত

শ্রমিকের অধিকার”

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

শ্রমিকের অধিকার”
~মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী।

পহেলা মে’র ইতিহাস রক্তে রাঙা দিন,
অধিকার আদায়ের অমলিন বীণ।
শিকাগোর রাজপথে আত্মাহুতির গান,
জাগালো বিশ্বে শ্রমিকের নবপ্রাণ।।

পহেলা মে’র এই দিনে, জাগে বিশ্বের প্রাণ।
শ্রমিকের জয়গান গাহে, করে সবে সম্মান।
মানবিক পরিবেশ আর সঠিক বেতন চাই,
মর্যাদা নিয়ে বাঁচতে যেন কষ্ট নাহি পাই।।

পহেলা মে’র ইতিহাস মনে রেখো সাথী,
শ্রমিকের সংগ্রামে জ্বলেছিল বাতি।
অধিকার আদায়ের দৃপ্ত অঙ্গীকার,
ভেদাভেদ ভুলে সবে হও একাকার।।

রক্ত ঘামে ভেজা কঠিন মাটির বুক,
সৃষ্টির কলরবে জাগে নবীন সুখ।
হাড়ভাঙা খাটুনি তবু মুখে নাহি গ্লানি,
তাদেরই স্পর্শে ফোটে ফসলের ধানী।।

যুগে যুগে চলে আসা শোষণ-পীড়ন,
মানবাধিকার কাঁদে, মানে না বারণ।
ন্যায্য মজুরি আর কর্মপরিবেশ চাই,
শ্রমিকের মর্যাদা যেন ফিরে পাই।।

শোষণ আর বঞ্চনার হোক অবসান,
মানবিক পৃথিবী গড়ে উঠুক, জাগুক প্রাণ।
ন্যায্য মজুরি আর কাজের সম্মান,
শ্রমিকের জীবনে আসুক নতুন মান।।

কারখানা, ক্ষেত-খামার, পথের কিনারে,
জীবন সংগ্রামে বাঁচে যারা দুঃখভারে।
তাদের মুখের হাসি অমূল্য রতন,
তাদের শ্রমেই চলে বিশ্বের সঠিক গমন।।

আধুনিক বিশ্বে আজ যন্ত্রের জয়গান,
তবুও তো প্রয়োজন শ্রমিকের অবদান।
মেধা আর হাতের কৌশলে মেশে বল,
শ্রমিকেরাই আনে সমৃদ্ধি, অর্থনীতির ঢল।।

দারিদ্র্যের কষাঘাত আর অভাবের জ্বালা,
তবুও তো বাঁচে তারা, বেঁধে আশা-মালা।
সরকারের নীতি হোক শ্রমিক সহায়ক,
জীবনের যত সব বাঁধা, চিরতরে ঘুচে যাক।।

শিক্ষা- স্বাস্থ্যের আলোয় জীবন ভরুক,
শ্রমিকের জীবন নিশ্চিত সুন্দর হোক।
তাদের সন্তানদের ভবিষ্যৎ গড়ো হেসে,
যেন তারা বিশ্বে বাঁচে সুখে ভালোবেসে।।

ধরণীর পথে বাঁচে সকল শ্রমজীবী ভাই,
অধিকার দাও, ঘুচাও দৈন্যদশা মিলে সবাই।
শোষণ বঞ্চনা আর নয়, জাগো হে মেহনতী,
ন্যায্য দাবীতে হও সোচ্চার, ভুলে যত ভীতি।।

রাসূলের অমর বাণী, স্মরণে রেখো ভাই,
ঘাম না শুকাইতে যেন, মজুরি পায় সবাই।
শ্রমিকের অক্লান্ত পরিশ্রমে গড়ে ওঠে সভ্যতা,
তাদের সম্মান জানাও, এটাই কর্তব্য-কৃতজ্ঞতা।।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট