1. live@somoytvbangla.com : সময় টিভি বাংলা : সময় টিভি বাংলা
  2. info@www.somoytvbangla.com : সময় টিভি বাংলা :
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
  বাগবাড়ীতে শিমুলের জমজাট জুয়ার প্রতারণা,ঘুমিয়ে আছে ফাঁড়ি পুলিশ কানাইঘাট নিয়ন্ত্রনে সহোদর দুই আওয়ামী দোসর ওদের থামাবে ক? আবারো সিলেট-ছাতক রেলপথে আবারো ছুটবে ট্রেন! শাহ মনছুর আলী দেওয়ান আল আহাদীর উরস-এ পাক বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন ঢাকা মহানগর এর দোয়া মাহফিল, শাহসুফি ডাঃ সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারীর (রহ.)-এর পবিত্র চাহরম অনুষ্ঠিত, মরহুম নুরুল হক নুর ভাণ্ডারীর ৫ম ওফাত বার্ষিকী সম্পন্ন জামালগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ গোয়াইনঘাটে রিপন হত্যার ১৪ বছরেও বিচার পাচ্ছেনা নিহতের পরিবার, অভিযুক্ত শাহজাহানের খুটির জোর কোথায়? জামালগঞ্জের সাচনা বাজারে ‘সস্তা বাজার’ কার্যক্রমের শুভ উদ্বোধন

মরহুমার মাগফেরাত কামনায় বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

ওসমানীনগর, সিলেট সংবাদদাতা ::বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের উদ্যোগে ও জামেয়া মুহাম্মদীয়া কাসিমুল উলূম পিঠাকরা মাদ্রাসায় সম্প্রতি এক দোয়া মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। ২৬ এপ্রিল শনিবার বিকেলে দোয়া ও মিলাদ মাহফিল শেষে উক্ত মাদ্রাসায় একটি কক্ষ নির্মাণের জন্য ঢেউটিন প্রদান করা হয়।

অনুষ্ঠানে দৈনিক ইত্তেফাক ও এনটিভির সাংবাদিক, ওসমানীনগর উপজেলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শিপন আহমদের মা মরহুমা আম্বিয়া বেগম এবং সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. মইন উদ্দিনের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। একইসাথে দেশ-বিদেশে অবস্থানরত বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের সকল সদস্যদের শান্তি ও সমৃদ্ধি কামনায়ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ডা. মো. বদরুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামেয়া মুহাম্মদীয়া কাসিমুল উলূম পিঠাকরা মাদ্রাসার সভাপতি মো. আব্দুল হাকিম এবং অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ওলীউর রহমান খান।

এছাড়াও বক্তব্য রাখেন এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার সাইফুল মালেক খান, বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, ওসমানীনগর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক শ্যামল চন্দ্র বৈদ্য এবং সমাজসেবক তাহির মাহমুদ, আনা মিয়া, আনিছ মিয়া প্রমুখ।

পরে শিক্ষার্থীদের মধ্যে খাবার স্যালাইন বিতরণ করেন ডা. মো. বদরুল আমিন।

অনুষ্ঠানে বিশেষ সহযোগিতা করেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী মোছা. আছমা খানম, প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব হাবিবা বেগম, মহিনুজ জামান শাহীন, দেলোয়ার হোসেন ও এতিমুর রহমান। তাদের সার্বিক সহযোগিতায় মাদ্রাসার সংস্কারের জন্য ঢেউটিন প্রদান করা হয়।

উল্লেখ্য, গত ১৯ এপ্রিল সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন সাংবাদিক শিপন আহমদের মা মরহুমা আম্বিয়া বেগম।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট