নিজস্ব প্রতিবেদক:: ১লা মে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন, সিলেট শাখা কর্তৃক আয়োজিত র্যালী বৃহস্পতিবার সকাল ১০:০০ ঘটিকায় জেলা প্রশাসক কার্যালয়, সিলেট থেকে শুরু হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে র্যালীতে নেতৃত্ব দেন বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন এর সভাপতি কামাল উদ্দিন। র্যালীর পূর্বে কামাল উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন, সিলেট শাখার সম্পাদক মো. আতিকুর রহমান তার বক্তব্যে বলেন, এখনো শ্রমিক কর্মচারীগণ নিরাপদ নয়, বিভিন্ন জায়গায় হয়রানিসহ বৈষম্যের শিকার হচ্ছে। তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। অবিলম্বে শ্রমিকদের ন্যায্য দাবী ফিরিয়ে দিয়ে হয়রানি বন্ধ করার জন্য বর্তমান সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান। আরও বক্তব্য রাখেন অত্র সংগঠনের সভাপতি কামাল উদ্দিন ও কার্যকরী সদস্য পরিতোষ ধর পাপ্পু।
র্যালীতে অংশগ্রহণ করেন সংগঠনের সহ-সভাপতি মীর কবির, যুগ্ম-সম্পাদক রতন মনি সিংহ, সাংগঠনিক সম্পাদক সুজিত চন্দ্র দাস, সহ-অর্থ সম্পাদক সোহেল রানা, কার্যকরী সদস্য বাবুল আহমেদ, স্বরুপ চক্রবর্তী, সুকমল চৌধুরী, কৃষ্ণ দেবনাথ, প্রদীপ, শাহীন আহমদ প্রমুখ।