হুমায়ুন কবির/জেলা প্রতিনিধি:: ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপারের নির্দেশক্রমে এবং গৌরীপুর সার্কেলের সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার ০২ জন্য আসামী কে গ্রেফতার করা হয়।
আজ (০৫ মে) রোজ সোমবার নান্দাইল মডেল থানা পুলিশ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ সূএ জানায়,নান্দাইল মডেল থানার নিয়মিত মামলায় বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানার নিয়মিত মামলা নং – ১(০২)২০২৫ , ধারা – সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩)এর ৬/৮/৯/১০/১১/১২/১৩ এর সূএে বণিত মামলার তদন্তে প্রাপ্ত গ্রেফতারকৃত আসামি ১৷ আবুল কাশেম (৬৭) (নান্দাইল পৌরসভা ৮ নং ওয়াড আওয়ামী লীগের সাবেক সভাপতি ) ও নান্দাইল থানার জি আর ওয়ারেন্টভুক্ত আসামি ২৷ জয়নাল আবেদীন (২১) সহ মোট ০২ (দুই) জন আসামী কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।