নিজস্ব প্রতিবেদক::বিয়ানীবাজার উপজেলার তিন আওয়ামী দোসরকে গ্রেফতার করেছে সিলেটের বন্দরবাজার ফাড়িঁ পুলিশ।
সোমবার (৫ মে) নগরীর বন্দরবাজার এলাকা থেকে কোতোয়ালী থানার দুটি মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে মামলা রয়েছে। গ্রেফতারকৃতরা হলেন — আব্দুল মুকিদ মুক্তা( ৪৯), পিতা— আব্দুল মসব্বির, সাং— পাঞ্জিপুরি, থানা—বিয়ানীবাজার, জেলা — সিলেট। কোতোয়ালী থানার মামলা নম্বর ২৬/৫৬৩, তারিখ ১৩/১২/২০২৪ইং, মামলার ধারা—৩৪৩/৩৪৯/৩২৩/ ৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৪ দন্ডবিধি, পেনাল কোড ১৮৬০। এই মামলার বাদী— তুরন মিয়া, পিতা —খলিল, সাং—দক্ষিন সুরমা, জেলা— সিলেট। তিনি ১৩২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২০০/২৫০ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন। এই মামলার ৪১ নম্বর আসামী আব্দুল মুকিদ (মুক্তা)।
অন্য দুই আসামীরা হলেন পারভেজ আহমদ (৪২), পিতা— মৃত তসরুপ আলী, বর্তমান সাং— দাড়িয়াপাড়া, থানা— কোতোয়ালী, জেলা— সিলেট এবং আলী হায়দার (৩৫), পিতা—সিরাজুল, সাং— ব্লক— বি, শাহজালাল উপশহর, থানা—শাহপরান, জেলা— সিলেট। তাদেরকে কোতোয়ালী থানাধীন মামলা নম্বর ৫/৪৪৪, তারিখ ০২/১০/২০২৪ইং। মামলার ধারা— ৩২৬/৩০৭। এই মামলার ৪৫ নাম্বার আসামী হলেন পারভেজ আহমদ এবং ৫০ নাম্বার আসামী আলী হায়দার। মামলার বাদী রশিদ।
এ ব্যাপারে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই এবাদুল্লাহর সাথে যোগাযোগ করা হলে তিনি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে এই প্রতিবেদককে বলেন, আগামীকাল মঙ্গলবার সকাল দশটায় তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।