1. live@somoytvbangla.com : সময় টিভি বাংলা : সময় টিভি বাংলা
  2. info@www.somoytvbangla.com : সময় টিভি বাংলা :
বুধবার, ০২ জুলাই ২০২৫, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাতকে সোনাই নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৪ ড্রেজার মেশিন ধ্বংস কুমিল্লার মুরাদনগরে সংখ্যালগো মহিলাকে ধর্ষণের ভিডিও ভাইরাল, বিচার ও নিরাপত্তা দাবী পরিবারের নাজিরহাটে মোবাইল কোর্টের অভিযান: ৬ ব্যবসায়ীকে জরিমানা কুমিল্লার মুরাদনগরে সংখ্যালঘু গৃহবধুর উপর  পাশিবিক নির্যাতন ও ঢাকার খিলক্ষেত এলাকায় দূর্গা মন্দির, প্রতিমা ভাঙ্গচুরের প্রতিবাদে মানববন্ধন আমেরিকার নিউইয়র্কে ‘নর্থ আমেরিকান মুসলিম অ্যালায়েন্স’ এর দুই দিনব্যাপী ইসলামিক কনভেনশন অনুষ্ঠিত “সবরের মধ্য দিয়ে হক প্রতিষ্ঠার লক্ষ্যে প্রেমাষ্পদের প্রতি উৎসর্গিত প্রেমের শিক্ষা দিয়েছে কারবালা।” —  শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী ফটিকছড়ি পৌরসভার ৫০ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা, বৃদ্ধি ৬৩% পশ্চিম ডাবুয়াতে পবিত্র শোহাদায়ে কারবালার স্বরণে মিলাদ মাহফিল কোম্পানীগঞ্জে চাচা ওয়ারিছের মুক্তিযোদ্ধা দাবীকে ভূয়া বল্লেন বীরকন্যা ভাতিজি জফুরা বেগম আরজেএফ’র অর্থসচিব ফারুকুল ইসলামের স্মরণসভা অনুষ্ঠিত

দক্ষিণ সুরমায় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়েছে মাদক ব্যবসায়ী নান্টু- রিপনগং

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: সিলেটের দক্ষিণ সুরমায় পুলিশের উপস্থিতি টের পেয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী নান্টু লাল-রিপন লালসহ আরো ২/৩ জন মাদক ব্যবসায়ী পালিয়েছে বলে প্রত্যেক্ষধর্ষী সুত্রে জানা গিয়েছে।

স্থানীয় সুত্রে জানা যায় গত গত o৮/০৫/২০২৫ ইং তারিখে রাত অনুমান ২২:১৫ ঘটিকায় সময় দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ির চৌকস ইনচার্জ (নি:)এস আই সুমন চক্রবর্তী গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ি এলাকাযর সুইপার কলোনি সাকিনস্থ আসামি নান্টু লালের বসত বাড়িতে কয়েকজন মিলে মাদক বিক্রি করিতেছে।

গোপন সংবাদটি প্রাপ্ত হইয়া উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করিয়া ঘটনার সত্যতা যাচাইয়ের লক্ষ্যে দক্ষিণ সুরমা ফাঁড়ির ইনচার্জ এসআই সুমন চক্রবর্তী সঙ্গীয় অফিসার ফোর্স সহ ও অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতারি পরোয়ানা তামিল করতে দক্ষিণ সুরমা থানাধীন বাবনা পয়েন্টে অবস্থানকালীন রাত অনুমান ২২: ২৫ ঘটিকায়
সুইপার কলোনী সাকিনস্থ আসামী নান্টু লালের বসত বাড়িতে পৌছা মাত্রই পুলিশের উপস্থিতি টেরপাইয়া পলাতক আসামী :১/নান্টুলাল (৩৫)
২/ রিপন লালসহ কৌশলে অজ্ঞাতনামস আরো ৩/৪ জন পালিয়ে যায় !

এসময় পুলিশ নান্টুর বসতঘরে অভিযান চালিয়ে খাটের উপর মাথার নিচে রেখে যাওয়া (ক) একটি কালো রঙের পলিথিনের ভিতরে রক্ষিত কাগজে মোড়ানো (২৪০) দুইশত চল্লিশ পিচ পুড়িয়া গাঁজা, যাহার ওজন ৪৬০ গ্রাম,আনুমানিক মূল্য ৫০ X২৪০ =১২০০০ (বার হাজার) টাকা।

(খ)একটি নীল রঙের পলিথিনের টুকরায় মোড়ানো ২০ (বিশ) পিচ ইয়াবা ট্যাবলেট যাহার ওজন ০২ গ্রাম, প্রতি পিস মূল্য অনুমান ৩০০ টাকা করে মোট ৬ হাজার টাকা!

পলাতক বসামীরা হলো-(১)নান্টু লাল (৩৫) পিতা .. মৃত প্রদীপ লাল, ঠিকানা..সুইপার কলোনি দক্ষিণ সুরমা , পুরান ব্রিজের পূর্ব দিকে ! (২) রিপন লাল (২৪) , পিতা টিল্লা লাল, সাং, একই!

দক্ষিণ সুরমা ফাঁড়ির ইনচার্জ এস আই সুমন চক্রবর্তী ‘উপস্থিত সাক্ষী ১/ দিলওয়ার(২৪) , পিতা -আবুল হোসেন ঠিকানা-চনগাঁও ‘ থানা: লাকসাম , জেলা: কুমিল্লা , এ/পি শফিক মিয়ার কলোনি; ভার্তখলা, থানা: দক্ষিণ সুরমা ,জেলা: সিলেট। ২/রাজন মিয়া(২৭),পিতা ..বাছেদ মিয়া,ঠিকানা: দরিয়া হাইরমারা , থানা:- রায়পুর, জেলা : নরসিংদী! এ /পি শফিক মিয়ার কলোনি ভার্তখলা দক্ষিণ সুরমা’ জেলা সিলেট, ৩/ কং / ২০১৭ বেলাল আহমদ বিপি _৯৫১৫১৭৪২৫৫ মোবাইল -০১৭৫১-৩৫৫৬৪০ দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ি, এস এমপি , সিলেট’দের সমুখে প্রথম সাক্ষীদের শরীর তল্লাশি কইরা কিছু না পেয়ে পরবর্তীতে পলাতক আসামি নান্টু লালের বসতঘর তল্লাশি করে উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধারপূর্বক পলাতক আসামী ১/নান্টু লাল (৩৫)এর খাটের উপর মাথার নিচে রেখে যাওয়া মাদকদ্রব্য ৮ মে বৃহস্পতিবার ২০২৫ ইং রাত ২২:৪০ ঘটিকার সময় পর্যাপ্ত বৈদ্যুতিক আলোতে জব্দ তালিকা মূলে সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করেন এবং জব্দ তালিকা সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করত নিজে স্বাক্ষর করি এবং জব্দকৃত আলামত নিজ হেফাজতে নেই?

পলাতক আসামী ১/ নান্টু লাল ২/ রিপন লাল অজ্ঞাত ৩/৪ জন গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছি!

পলাতক আসামী নান্টু লাল বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধভাবে মাদকদ্রব্য তথা গাঁজা এবং ইয়াবা নিজ হেফাজতে রাখিয়া ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন (৩৬)১ এর টেবিল(১৯)(ক)/১০( ক) ধারার শাস্তিযোগ্য অপরাধ করিয়াছে !পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা করিয়া অভিযান পরিচালনা করে থানায় আসিয়া পলাতক দুই(২) জন আসামী ১/নান্টু লাল (৩৫) এর পিসিপিআর যাচাই কারে দেখা যায় নিম্নবর্ণিত মামলা ১/ ( 2u5FS) এস এমপি এর দক্ষিণ সুরমা থানার এফআই আর নং -৩/৩ তারিখ: ৩ জানুয়ারি ২০১৮ ইং সময়: ১৫:৩০ ঘটিকা
ধারা: ১৯(১) ৭ (খ) /২৫ :১৯৯০ সনের মাদকদ্রব্য আইন এই মামালায় সে এজহারে অভিযুক্ত !

পলাতক আসামী ১! নান্টু লাল (৩৫) ২! রিপন লাল সহ অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে উল্লেখিত ধারায় নিয়মিত মামলা রুজু হয়!

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট