হুমায়ুন কবির/জেলা প্রতিনিধি:: ময়মনসিংহ নান্দাইল উপজেলা চৌরাস্তায় তাড়াইল মোড়ের রাস্তার বেহাল অবস্থা। যার ফলে এই রোডে গাড়ি চলাচল, সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা ক্ষতির মুখে ও যাতায়াতের ভয়াবহতা দেখা দিচ্ছে। জানা যায় রাস্তার সংস্কার কাজ দীর্ঘদিন যাবত চলার কারণে এই বেহাল অবস্থা ও ক্ষতির মুখে ব্যবসায়ীরা।
সাধারণ মানুষ উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষনে বলেন অতি দ্রুত এই রাস্তার সংস্কার কাজ চলমান করে ব্যবসায়ী দোকানদার, গাড়ি যাতায়াত ও সাধারণ মানুষের ভোগান্তি ধুর করা হউক।