1. live@somoytvbangla.com : সময় টিভি বাংলা : সময় টিভি বাংলা
  2. info@www.somoytvbangla.com : সময় টিভি বাংলা :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ধর্মপাশার ফাতেমানগরে অসামাজিক আসর ভাঙলো পুলিশ, নারী-পুরুষসহ আটক-৪ সুখাই রাজাপুরে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন জাকিয়া চৌধুরীর বার্ষিক পরীক্ষায় সব বিষয়ে এ+ ঝলক জৈন্তাপুরের নিজপাট ইউনিয়ন শ্রমিক দলের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা গোমস্তাপুরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত দক্ষিণ সুরমায় সাংবাদিকের বাসায় হামলা,ভাংচুর ও লুটের ঘটনায় সিলেট সাংবাদিক ইউনিয়নের নিন্দা ও প্রতিবাদ দক্ষিণ সুরমায় সাংবাদিকের বাসায় হামলা, ভাঙচুর ও লুট, থানায় অভিযোগ সিলেট বিভাগের আরও ৪টি আসনে দলীয় প্রার্থীর  ঘোষণা বিএনপির এএসএমপির ছয় থানার ওসি বদল চাঁদাবাজমুক্ত ন্যায়ভিত্তিক ছাতক-দোয়ারা গড়তে দাঁড়িপাল্লায় ভোট চান ডাকসু ভিপি সাদিক কায়েম

ছাত্রীকে অপহরণের পর মুক্তিপন দাবির অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১৭৮৪ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জের ধর্মপাশায় এসএসসি পড়ুয়া এক ছাত্রীকে অপহরণের পর মুক্তিপন দাবির অভিযোগ উঠেছে।

গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বাদশাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মেয়েটি পরিক্ষা দিয়ে বের হওয়ার পর অপহরণের শিকার হয়।

এ ঘটনায় আলজাসসাস চৌধুরী (আদন) (২৪) ও তার পিতা হামিদুল ইসলাম চৌধুরী মিলন (৪৮) কে আসামি করে থানায় মামলা করেছেন মেয়েটির বাবা। অভিযুক্তরা উপজেলার সেলবরষ ইউনিয়নের বীর উত্তর গ্রামের বাসিন্দা।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়,
আলজাসসাস চৌধুরী (আদন) ও মেয়েটি একই ইউনিয়নের বাসিন্দা। মেয়েটি স্কুলে আসা যাওয়ার পথে কু-প্রস্তাব দিত আদন। মেয়েটি প্রত্যাখ্যান করে তার পরিবারকে জানালে আদনকে জিজ্ঞাসাবাদ সহ বাধা নিষেধ করেন মেয়েটির বাবা, এতে আরো ক্ষিপ্ত হয় আদন। ঘটনার দিন দুপুরে মেয়েটি বাদশাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে তার প্রেকটিক্যাল খাতা জমা দিয়ে বিদ্যালয়ের সামনে আসলে সেখান থেকে তাকে অপহরণ করে আদন ও তার আরেকজন সহযোগী। পরে বিষয়টি আদনের বাবা হামিদুল ইসলাম চৌধুরী মিলনকে জানানো হলে ২ লক্ষ টাকা মুক্তিপন দাবী করা হয়। কোন উপায় না পেয়ে ঘটনার পরের দিন মামলা দায়ের করেন মেয়েটির বাবা।

এ ঘটনায় অভিযুক্ত হামিদুল ইসলাম চৌধুরী মিলনের মুঠোফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সেলবরষ ইউপি চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা বলেন, এ ধরণের ঘটনা পূর্বে কখনো ঘটেনি, এ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূল শাস্তি হওয়া দরকার। তা-না হলে পরিস্থিতি খারাপের দিকে যাবে।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনামুল হক এ প্রতিবেদককে বলেন, ছাত্রী অপহরণের ঘটনায় থানায় মামলা হয়েছে। মেয়েটিকে উদ্ধারের পাশাপাশি আসামীদের ধরতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট