1. live@somoytvbangla.com : সময় টিভি বাংলা : সময় টিভি বাংলা
  2. info@www.somoytvbangla.com : সময় টিভি বাংলা :
শনিবার, ২১ জুন ২০২৫, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম :
জগন্নাথপুরে চাঁদা না দেওয়ায় এক মুহতামিমকে নামাজ থেকে ধরে নিয়ে মধ্যযুগীয় কায়দায় রশি দিয়ে বেঁধে নির্যাতন সিলেটে টুনকো অজুহাতে জুলাই যোদ্ধার উপর হামলা বেপরোয়া এস আই ডেবিল জসিমকে থামাবে কে! সিলেটে ২৫ কোটি টাকার সম্পত্তি জোরপূর্বক দখলে রাখার অভিযোগ ওপারে ঝুলন্ত জাকারিয়ার লাশ ফেরত দিয়েছে বিএসএফ শাবির নারী শিক্ষার্থীকে যৌন নির্যাতন ও ভিডিও ধারণের অভিযোগে দুই ছাত্র গ্রেফতার লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির উদ্যোগে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ তাহসিনা রুশদীর লুনার সাথে যুক্তরাজ্য যুবদলের ওসমানীনগরের নেতৃবৃন্দের মতবিনিময় বাগীশিক চট্টগ্রাম উওর জেলার অভিষেকে জেলা লিগ্যাল এইড অফিসার ওসমানীনগরে অ্যাডহক কমিটিতে স্বাধীনতা চিকিৎসক পরিষদের সক্রিয় কর্মীকে সভাপতি,এলাকায় উত্তেজনা, জেলা প্রশাসকের কাছে এলাকাবসীর আবেদন জুয়া ও মাদকমুক্ত সুন্দর নান্দাইল গড়তে নাগরিক ফোরামকে ইউএনও’র আহ্বান।

জৈন্তাপুরে যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২১ মে, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

রুবেল, জৈন্তাপুর:: জৈন্তাপুরে “তারুণ্যের রাজনৈতিক ভাবনা ও অর্থনৈতিক মুক্তি” শীর্ষক সেমিনার (২৭ মে) এবং “তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ” (২৮ মে) সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ মে) বিকেল ৩টায় জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, জৈন্তাপুর উপজেলা শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক বাহারুল আলম বাহার এবং সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল আহমদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের সহ-সভাপতি ও জৈন্তাপুর উপজেলা যুবদলের প্রস্তুতি সভার সমন্বয়ক শাহীন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সহ-সমন্বয়ক (১) লুৎফুর রহমান এবং সহ-সাধারণ সম্পাদক ও সহ-সমন্বয়ক (২) আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসিম, জামিলুর আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন, সাব্বির আহমদ, নাজমুল হক ইয়াজুল, আব্দুর রউফ দুলাল, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক নাসির উদ্দিন, উপজেলা যুবদল নেতা নুরুল ইসলাম, মঈনুল ইসলাম,আজমল হোসেন, কুয়েত প্রবাসী জাকারিয়া আহমদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফরহাদুজ্জামান।

সভায় আরও অংশ নেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইন্তাজ আলী, যুগ্ম সম্পাদক মাসুক আহমেদ, উপজেলা যুবদলের সিনিয়র সদস্য মুহিবুর রহমান, সদস্য শামীম আহমদ, মাসুক খাঁ, আহমদ আলী, রুবেল আহমদ, স্থানীয় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দেশের তরুণ সমাজকে রাজনৈতিকভাবে সচেতন করা ও তাদের অর্থনৈতিক মুক্তির পথ সুগম করাই যুবদলের অন্যতম লক্ষ্য। তাঁরা উল্লেখ করেন, ঢাকায় অনুষ্ঠিতব্য কেন্দ্রীয় কর্মসূচিগুলোতে জৈন্তাপুরসহ সারা দেশের তরুণদের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

সভা শেষে কর্মসূচির সফল বাস্তবায়নের লক্ষ্যে তৃণমূল পর্যায়ে প্রচার-প্রচারণা জোরদার করার জন্য সংশ্লিষ্ট নেতৃবৃন্দকে নির্দেশনা দেওয়া হয়।

স্মরণযোগ্য যে, সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন এবং সাধারণ সম্পাদক মকসুদ আহমদ ইতোমধ্যেই উল্লেখিত প্রস্তুতি সভা ও পরবর্তী কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য জৈন্তাপুরের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দকে সমন্বয়ক ও সহ-সমন্বয়ক হিসেবে দায়িত্ব দিয়েছেন।

এ উদ্যোগকে কেন্দ্র করে জৈন্তাপুরে তরুণদের নতুন রাজনৈতিক উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় নেতারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট