1. live@somoytvbangla.com : সময় টিভি বাংলা : সময় টিভি বাংলা
  2. info@www.somoytvbangla.com : সময় টিভি বাংলা :
শনিবার, ২১ জুন ২০২৫, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
যে দলেরই হোক মানবাধিকার লঙ্ঘন করলে সে যেন শাস্তি পায় – এম আবদুল্লাহ একটি গাছ হতে সৃষ্টিকুলের সকল প্রাণীর উপকার হয়—–ইউএনও মোঃ মোজাম্মেল হক চৌধুরী ভোলাগঞ্জ রোপওয়ে’ সাদাপাথর পাহারায় শাহাব উদ্দিনের নেতৃত্বে বিএনপি’ যুবদল এসএমপি ডিবির পৃথক অভিযানে আবাসিক হোটেলে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ১০ জন গ্রেফতার জকিগঞ্জে চুরির লাইভ নিয়ে মারামারির মামলা রেকর্ড হলেও চুরির মামলা রেকর্ডে পুলিশের লুকোচুরি খেলা, আর্থিক লেনদেনের অভিযোগ ভুক্তভোগী পরিবারের সিলেটে মির্জা ফখরুলের আগমন উপলক্ষে সাংবাদিকদের সাথে এম এ মালিকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় “ইউনিটি অব মৌলভীবাজার এর সম্মেলন ২০২৫ সফলভাবে সম্পন্ন এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ছিনতাইকৃত পিকআপ উদ্ধার, ৩২ বস্তা চিনি ও নগদ অর্থসহ ০২ ছিনতাইকারী গ্রেফতার এসএমপি লামাবাজার ফাঁড়ি পুলিশ ও ডিবির অভিযানে আবাসিক হোটেলে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ৯ জন গ্রেফতার শাহপরান থানা পুলিশের অভিযানে ৯০ লক্ষ টাকার ভারতীয় চোরাই পণ্যসহ আটক ৩

বিএনপি নেতা ও আ’লীগ নেতার বিরুদ্ধে ভিজিডি কার্ডের চাল বিতরণে অর্থ আদায়ের অভিযোগ 

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২১ মে, ২০২৫
  • ৬০ বার পড়া হয়েছে

জামালপুর প্রতিনিধি:: জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বিধবা, স্বামী পরিত্যক্তা ও অসহায় নারী এবং হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ভিজিডি কার্ডের চাল বিতরণে অনৈতিক অর্থ আদায়ের অভিযোগ উঠেছে ।  অর্থ আদায়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ ও সুবিধাভোগীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে ।  এদিকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে পোগলদিঘা ইউনিয়নের বিএনপি নেতা আব্দুল হাই মাস্টারের ছেলে ও পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আক্তারুজ্জামান রিপন,আওয়ামীলীগ নেতা ও  ৫নং ওয়ার্ড মেম্বার মোঃ মোবারক হোসেন এবং সুমন নামের একনব্যক্তি মিলে টাকা আদায় করছে।  এ অর্থ আদায়ে ইউনিয়নের সচিব জড়িত বলেও অনেকের অভিযোগ। বুধবার ( ২১ মে) বিকাল ৫ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত স্থানীয় সচেতন মহল ও বিভিন্ন সামাজিক সংগঠন অবিলম্বে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

এদিকে স্থানীয় ও সুবিধাভোগীরা জানান, বুধবার সকাল থেকে চাল উত্তোলনের জন্য কার্ড ধারীরা লাইনে দাড়িয়ে পরিষদে প্রবেশ করে।  আমরা দরিদ্র মানুষ, সরকার আমাদের জন্য চাল দিচ্ছে কিন্তু মেম্বাররা টাকা না দিলে চাউল দিতে  রাজি না । সবার কাছে থেকে টাকা গোডাউনের ভেতরেই টাকা  নিয়েছে।  কার্ডধারী ছাড়া কাউকে প্রবেশ করতে দেয়নি। পরে আমরা অনেকে ৩০০ টাকা করে দিয়েছি, আবার অনেকেই ২০০ টাকা করে দিয়ে চাল নিয়েছি । সরকারিভাবে বিনামূল্যে বিতরণযোগ্য ৩০ কেজি চালের জন্য প্রত্যেক কার্ডধারীদের থেকে ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত আদায় করা হয়েছে ।

অন্যদিকে পোগলদিঘা ইউনিয়নের সচিব মোঃ রফিকুল ইসলাম এর নাম্বারটি বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি ।

ইউপি সদস্য মোবারক হোসেন জানান, আমি পরে যোগাযোগ করছি ।

তবে ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আক্তারুজ্জামান রিপনকে মুঠোফোনে কল দেওয়া হলে নাম্বারটি বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এদিকে পোগলদিঘা ইউনিয়নের তদারকি কর্মকর্তা ও সরিষাবাড়ী উপজেলা একাডেমিক সুপার ভাইজার এটিএম রুহুল আমীন বেগ জানান, পোগলদিঘা ইউনিয়নে ৪৫৪ জন কার্ড ধারী সুবিধাভোগী রয়েছে।  আমি সকালে গিয়ে ২ টায় চলে এসেছি।   প্রতি মাসে ৩০ কেজি করে বিতরণে কথা। মোট ৫ মাসের জন্য ৩ টি করে ৫০ কেজির বস্তা বিতরণ করা হয়েছে।  অর্থ আদায় হয়েছে কিনা আমার জানা নেই।

উপজেলা মহিলা বিষযক কর্মকর্তা শায়লা নাজনীন জানান,  অর্থ আদায়ের কোন সুযোগ নেই।  আমি আপনার থেকেই প্রথম শুনলাম।  এমন কোন বিষয় আমাকে ট্যাগ অফিসার জানায়নি।

সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) লিসা রিসিল বলেন, অর্থ আদায় সম্পূর্ণ অবৈধ। আমি ভিডিও পেয়েছি । আমরা তদন্ত করে প্রয়োজনে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব ।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট