1. live@somoytvbangla.com : সময় টিভি বাংলা : সময় টিভি বাংলা
  2. info@www.somoytvbangla.com : সময় টিভি বাংলা :
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
“সবরের মধ্য দিয়ে হক প্রতিষ্ঠার লক্ষ্যে প্রেমাষ্পদের প্রতি উৎসর্গিত প্রেমের শিক্ষা দিয়েছে কারবালা।” —  শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী ফটিকছড়ি পৌরসভার ৫০ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা, বৃদ্ধি ৬৩% পশ্চিম ডাবুয়াতে পবিত্র শোহাদায়ে কারবালার স্বরণে মিলাদ মাহফিল কোম্পানীগঞ্জে চাচা ওয়ারিছের মুক্তিযোদ্ধা দাবীকে ভূয়া বল্লেন বীরকন্যা ভাতিজি জফুরা বেগম আরজেএফ’র অর্থসচিব ফারুকুল ইসলামের স্মরণসভা অনুষ্ঠিত বিশিষ্ট সমাজসেবিকা ছায়া রাণী দাশ এর পরলোকগমনে শোক প্রকাশ জামালপুরে ইসলামপুরে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা গাউসিয়া হক ভাণ্ডারী খানকাহ্ শরিফের ব্যবস্থাপনায় ৫ দিনব্যাপী শোহাদায়ে কারবালা মাহফিল ১ জুলাই আরম্ভ চরণদ্বীপ দরবার শরীফে তিনদিনব্যাপী শোহাদায়ে কারবালা মাহফিল আরম্ভ ৪ জুলাই মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি ‘ক’ জোনের মাসিক উদ্দীপনা সভা অনুষ্ঠিত

সিলেটে ব্যবসায়ীকে হত্যার হুমকি থানায় জিডি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২১ মে, ২০২৫
  • ২৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: সিলেটের মোগলাবাজারে এক পোলট্রি ব্যবসায়ীকে হত্যার হুমকি দেওয়ায়, মোগলাবাজার থানায় সাধারণ ডায়রী( জিডি) দায়ের করা হয়েছে।

ডায়রী সূত্রে জানা যায় মোগলাবাজার থানার আকিলপুর গ্রামের মৃত এখলাছুর রহমানের পুত্র এফ এ সাজান ২০২৪ ইং সালের মার্চ মাস থেকে তাহার নিজ বাড়ীতে শেড তৈরি করে পোলট্রি ফার্মের ব্যবসা শুরু করেন। সেই ব্যবসা পরিচালনার জন্য তিনি তাহার নিজ গ্রামের জমির আলীর পুত্র আল মুমিন আহমদকে কর্মচারী নিয়োগ করে ব্যবসার পুরো দায়িত্ব তাকে বুঝিয়ে দেন। এক নাগারে মার্চ ২০২৪ইং থেকে ২০২৫ ইং সালের জানুয়ারি পর্যম্ত ১০ মাস ব্যবসা করার পর কর্মচারী আল মুমিন আহমদ এর মধ্যে কিছু পরিবর্তন লক্ষ করেন ব্যবসায়ী সাজান। তখন তিনি আল মুমিন আহমদকে টাকা বের করতে চাপ সৃষ্টি করলে মুমিন ব্যবসায়িক হিসাবে গুলমাল করে কোম্পানিতে টাকা জমা আছে বলে দেই দিচ্ছি করে সময় ক্ষেপন করতে থাকেন। বিষয়টি ব্যবসায়ী সাজনের সন্দেহ হলে তিনি মুমিনকে যে কোনভাবে টাকা মাঠ থেকে আদায় করতে বলেন। তাগাদা পেয়ে আল মুমিন আহমদ নিজেকে চাপ থেকে বাঁচাতে তিনটি চেক পাতায় ৩৫ লক্ষ ৫০ হাজার টাকা লিখে ব্যবসায়ী এফ এ সাজনের কাছে জমাদেন। এরপর আরো দুই মাস পার হলেও আল মুমিন টাকা দিতে না পেরে আত্নগোপন করে ঢাকায় চলে যায়। এরপর ফিরে এসে স্থানীয়ভাবে বিচার সালিশের মাধ্যমে আবারও টাকা দিবে বলে স্থানীয় পঞ্চায়েতের কাছ থেকে সময় নেয়। কিন্তু টাকাতো দেয়নি উল্টো তরিখের দিন আবারও আল মুমিন আনগোপনে চলেযায়, ফলে টাকা উদ্ধার করা সম্ভব হয়নি। এরপর স্থানীয় পঞ্চায়েতের সহযোগিতায় টাকা উদ্ধার করতে ব্যবসায়ী এফ এ সাজান বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে পাওনা টাকা আদায়ে বিবাদী আল মুমিনকে নোটিশ পাঠান। এই নোটিশ পাওয়ার পর আল মুমিন আহমদ বিভিন্নভাবে ব্যবসায়ী সাজানকে হুমকি ধামকি দিয়ে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় গত ০৮/০৪/২০২৫ইং তারিখ বিকাল আনুমানিক ০৫.০০ ঘটিকার সময় সিলেট থেকে বাড়ী ফেরার পথে স্থানীয় নয়াবাজার এলাকায় অপরিচিত ২ জন লোক সাজান এর মোটরসাইকেল থামিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এক পর্যায়ে ঐ দুই যুবক আল মুমিনের সাথে জামেলা শেষ করতে বলে, শেষ না করলে সাজান অথবা তার পরিবারের যে কোন সদস্যকে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়।

এরপর এফ এ সাজান পরিবার এবং নিজের জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে গত ১১/০৪/২০২৫ ইং তারিখে মোগলাবাজার থানায় একটি সাধারণ ডায়রী (জিডি) দায়ের করেন। জিডি নং ৫২৬/২৫ ইং।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট