1. live@somoytvbangla.com : সময় টিভি বাংলা : সময় টিভি বাংলা
  2. info@www.somoytvbangla.com : সময় টিভি বাংলা :
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেটার সিলেট কমিউনিটি ইউ’কের নর্থ রিজিওনাল কমিটির অভিষেক অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন। সিলেটের জুয়ার রাজ্যে বেপরোয়া সাইফুলগংরা জুয়ারীদের কালো থাবায় তছনছ সাধারণ মানুষ, বখরা নেওয়ার অভিযোগ পুলিশ,ডিবি ও সাংবাদিকের বিরুদ্ধে জামালগঞ্জে ব্যারিস্টার লিটনের জনসভায় মানুষের ঢল, ৩১ দফা বাস্তবায়নে জোরালো আহ্বান চট্টগ্রামস্থ ফেনী জেলা আইনজীবী কল্যাণ পর্ষদ প্রাক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হারুয়ালছড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে পথসভা ও লিফলেট বিতরণ আরিফ আল মাহফুজের জন্মদিনে ‘সুপার সিক্সটি’র উচ্ছ্বাস ধলই সফিউল বারী দরবার শরীফে ফাতেহায়ে ইয়াজদহম, মাসিক আলোচনা ও ফাতেহা শরীফ সম্পন্ন, নাচোলে দুই গ্রুপের সংঘর্ষে সহোদর ২ ভাইয়ের মৃত্যুতে শোকের ছায়া হযরত বাবা ভাণ্ডারী কেবলা কাবা (ক.)’র ২৯ আশ্বিন পবিত্র খোশরোজ শরীফ সম্পন্ন

জৈন্তাপুরে যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২১ মে, ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে

রুবেল, জৈন্তাপুর:: জৈন্তাপুরে “তারুণ্যের রাজনৈতিক ভাবনা ও অর্থনৈতিক মুক্তি” শীর্ষক সেমিনার (২৭ মে) এবং “তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ” (২৮ মে) সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ মে) বিকেল ৩টায় জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, জৈন্তাপুর উপজেলা শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক বাহারুল আলম বাহার এবং সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল আহমদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের সহ-সভাপতি ও জৈন্তাপুর উপজেলা যুবদলের প্রস্তুতি সভার সমন্বয়ক শাহীন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সহ-সমন্বয়ক (১) লুৎফুর রহমান এবং সহ-সাধারণ সম্পাদক ও সহ-সমন্বয়ক (২) আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসিম, জামিলুর আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন, সাব্বির আহমদ, নাজমুল হক ইয়াজুল, আব্দুর রউফ দুলাল, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক নাসির উদ্দিন, উপজেলা যুবদল নেতা নুরুল ইসলাম, মঈনুল ইসলাম,আজমল হোসেন, কুয়েত প্রবাসী জাকারিয়া আহমদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফরহাদুজ্জামান।

সভায় আরও অংশ নেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইন্তাজ আলী, যুগ্ম সম্পাদক মাসুক আহমেদ, উপজেলা যুবদলের সিনিয়র সদস্য মুহিবুর রহমান, সদস্য শামীম আহমদ, মাসুক খাঁ, আহমদ আলী, রুবেল আহমদ, স্থানীয় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দেশের তরুণ সমাজকে রাজনৈতিকভাবে সচেতন করা ও তাদের অর্থনৈতিক মুক্তির পথ সুগম করাই যুবদলের অন্যতম লক্ষ্য। তাঁরা উল্লেখ করেন, ঢাকায় অনুষ্ঠিতব্য কেন্দ্রীয় কর্মসূচিগুলোতে জৈন্তাপুরসহ সারা দেশের তরুণদের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

সভা শেষে কর্মসূচির সফল বাস্তবায়নের লক্ষ্যে তৃণমূল পর্যায়ে প্রচার-প্রচারণা জোরদার করার জন্য সংশ্লিষ্ট নেতৃবৃন্দকে নির্দেশনা দেওয়া হয়।

স্মরণযোগ্য যে, সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন এবং সাধারণ সম্পাদক মকসুদ আহমদ ইতোমধ্যেই উল্লেখিত প্রস্তুতি সভা ও পরবর্তী কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য জৈন্তাপুরের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দকে সমন্বয়ক ও সহ-সমন্বয়ক হিসেবে দায়িত্ব দিয়েছেন।

এ উদ্যোগকে কেন্দ্র করে জৈন্তাপুরে তরুণদের নতুন রাজনৈতিক উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় নেতারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট