1. live@somoytvbangla.com : সময় টিভি বাংলা : সময় টিভি বাংলা
  2. info@www.somoytvbangla.com : সময় টিভি বাংলা :
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
  বাগবাড়ীতে শিমুলের জমজাট জুয়ার প্রতারণা,ঘুমিয়ে আছে ফাঁড়ি পুলিশ কানাইঘাট নিয়ন্ত্রনে সহোদর দুই আওয়ামী দোসর ওদের থামাবে ক? আবারো সিলেট-ছাতক রেলপথে আবারো ছুটবে ট্রেন! শাহ মনছুর আলী দেওয়ান আল আহাদীর উরস-এ পাক বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন ঢাকা মহানগর এর দোয়া মাহফিল, শাহসুফি ডাঃ সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারীর (রহ.)-এর পবিত্র চাহরম অনুষ্ঠিত, মরহুম নুরুল হক নুর ভাণ্ডারীর ৫ম ওফাত বার্ষিকী সম্পন্ন জামালগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ গোয়াইনঘাটে রিপন হত্যার ১৪ বছরেও বিচার পাচ্ছেনা নিহতের পরিবার, অভিযুক্ত শাহজাহানের খুটির জোর কোথায়? জামালগঞ্জের সাচনা বাজারে ‘সস্তা বাজার’ কার্যক্রমের শুভ উদ্বোধন

জামালগঞ্জে মহিলা মাদ্রাসার মহতামিমের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার বারগ্রামের মহিলা কওমি মাদ্রাসা “বারগ্রাম হাজীপাড়া মহিলা মাদ্রাসা”-এর মহতামিম মাওলানা আব্দুল গফফারের বিরুদ্ধে তহবিল আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

জানা যায়, মাহমুদপুর গ্রামের সৈয়দ বাড়ির মৃত মোশারফ হোসেনের ছেলে ও মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি সৈয়দ খালেদ আহমদ বাদী হয়ে সুনামগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, মৃত মোশারফ হোসেন নিজ খরচে দানকৃত ভূমিতে প্রতিষ্ঠা করেন বারগ্রাম হাজীপাড়া মহিলা মাদ্রাসা। স্থানীয় জনগণের আর্থিক সহযোগিতায় বর্তমানে প্রায় ২৫০ জন ছাত্রী অধ্যয়ন করছে। প্রতি মাসে বিভিন্ন ফি বাবদ প্রায় ৭৫ হাজার টাকা আদায় হয়, যা বার্ষিক নয় লক্ষ টাকা। ২০২২, ২০২৩ ও ২০২৪ সালে মাদ্রাসার আয় দাঁড়ায় মোট ২৭ লক্ষ টাকা। অপরদিকে, শিক্ষকদের বেতনসহ বার্ষিক খরচ ধরা হয়েছে ছয় লক্ষ টাকা করে, তিন বছরে মোট ১৮ লক্ষ টাকা। বাকি নয় লক্ষ টাকা মহতামিম মাওলানা আব্দুল গফফারের জিম্মায় ছিল।

অভিযোগে আরও বলা হয়, আসামি দীর্ঘদিন ধরে মাদ্রাসার কোনো হিসাব দিচ্ছেন না এবং পরিচালনা কমিটির কোনো সভাও আহ্বান করেননি। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি উক্ত অর্থ আত্মসাৎ করেছেন এবং মাদ্রাসার তহবিলে জমা দেননি।

বাদী সৈয়দ খালেদ আহমদ অভিযোগে বলেন, মাদ্রাসার সভাপতি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হওয়ায় বিষয়টি উপেক্ষিত হচ্ছে। তাই তিনি আদালতের মাধ্যমে ন্যায়বিচার চেয়েছেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট