1. live@somoytvbangla.com : সময় টিভি বাংলা : সময় টিভি বাংলা
  2. info@www.somoytvbangla.com : সময় টিভি বাংলা :
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেটার সিলেট কমিউনিটি ইউ’কের নর্থ রিজিওনাল কমিটির অভিষেক অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন। সিলেটের জুয়ার রাজ্যে বেপরোয়া সাইফুলগংরা জুয়ারীদের কালো থাবায় তছনছ সাধারণ মানুষ, বখরা নেওয়ার অভিযোগ পুলিশ,ডিবি ও সাংবাদিকের বিরুদ্ধে জামালগঞ্জে ব্যারিস্টার লিটনের জনসভায় মানুষের ঢল, ৩১ দফা বাস্তবায়নে জোরালো আহ্বান চট্টগ্রামস্থ ফেনী জেলা আইনজীবী কল্যাণ পর্ষদ প্রাক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হারুয়ালছড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে পথসভা ও লিফলেট বিতরণ আরিফ আল মাহফুজের জন্মদিনে ‘সুপার সিক্সটি’র উচ্ছ্বাস ধলই সফিউল বারী দরবার শরীফে ফাতেহায়ে ইয়াজদহম, মাসিক আলোচনা ও ফাতেহা শরীফ সম্পন্ন, নাচোলে দুই গ্রুপের সংঘর্ষে সহোদর ২ ভাইয়ের মৃত্যুতে শোকের ছায়া হযরত বাবা ভাণ্ডারী কেবলা কাবা (ক.)’র ২৯ আশ্বিন পবিত্র খোশরোজ শরীফ সম্পন্ন

জামালগঞ্জে বারগ্রাম মহিলা মাদ্রাসা কমিটি নিয়ে উত্তেজনা, সংঘর্ষের আশঙ্কা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি::সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বারগ্রাম মহিলা মাদ্রাসার কার্যনির্বাহী কমিটি গঠন নিয়ে এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। এই ইস্যুতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নিকট লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

লিখিত অভিযোগে জানা যায়, মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মুকীত পলাতক থাকায় দায়িত্বপ্রাপ্ত সহ-সভাপতি সৈয়দ খালেদ আহমদকে অবহিত না করে নির্বাহী মুহতামিম আব্দুল গফফার কুচক্রী মহলের প্ররোচনায় কমিটির সভা আহ্বান করেন। এতে গ্রামে গুজব ছড়ায় এবং উত্তেজনা চরমে পৌঁছে। এলাকাবাসীর ধারণা, যেকোনো সময় এই উত্তেজনা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিতে পারে।

সহ-সভাপতি সৈয়দ খালেদ আহমদ বলেন, “মাদ্রাসার নিরিবিলি পরিবেশে এতদিন পাঠদান ও অন্যান্য কার্যক্রম শান্তিপূর্ণভাবে চলছিল। কিন্তু মুহতামিম আব্দুল গফফার অবৈধ লাভের আশায় এলাকার কিছু কুচক্রী মহলকে সঙ্গে নিয়ে হিসাব তছনছ করছেন। আমার সঙ্গে কোনো সমন্বয় না করে সভা আহ্বান করায় আমি সুনামগঞ্জ ম্যাজিস্ট্রেট আদালতে ন্যায় বিচার চেয়ে ১২৯ নম্বর মামলা করেছি। এরপর থেকে তিনি ক্ষিপ্ত হয়ে এমন পরিস্থিতি সৃষ্টি করেছেন। আমি ইউএনও মহোদয় ও থানায় লিখিত অভিযোগ দিয়েছি।”

এ বিষয়ে জানতে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে ইউএনও’র সাথে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ না করায় তাঁর মন্তব্য জানা সম্ভব হয়নি।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট