1. live@somoytvbangla.com : সময় টিভি বাংলা : সময় টিভি বাংলা
  2. info@www.somoytvbangla.com : সময় টিভি বাংলা :
বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
  বাগবাড়ীতে শিমুলের জমজাট জুয়ার প্রতারণা,ঘুমিয়ে আছে ফাঁড়ি পুলিশ কানাইঘাট নিয়ন্ত্রনে সহোদর দুই আওয়ামী দোসর ওদের থামাবে ক? আবারো সিলেট-ছাতক রেলপথে আবারো ছুটবে ট্রেন! শাহ মনছুর আলী দেওয়ান আল আহাদীর উরস-এ পাক বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন ঢাকা মহানগর এর দোয়া মাহফিল, শাহসুফি ডাঃ সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারীর (রহ.)-এর পবিত্র চাহরম অনুষ্ঠিত, মরহুম নুরুল হক নুর ভাণ্ডারীর ৫ম ওফাত বার্ষিকী সম্পন্ন জামালগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ গোয়াইনঘাটে রিপন হত্যার ১৪ বছরেও বিচার পাচ্ছেনা নিহতের পরিবার, অভিযুক্ত শাহজাহানের খুটির জোর কোথায়? জামালগঞ্জের সাচনা বাজারে ‘সস্তা বাজার’ কার্যক্রমের শুভ উদ্বোধন

কন্টাক্ট কিলিং এর দাবীকৃত টাকা না পেয়ে শ্রমিক নেতা আজিজকে হত্যার হুমকি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ৫০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: সিলেটের দক্ষিণ সুরমায় এক শ্রমিক নেতাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে চিহ্নিত ছিনতাইকারী ফয়েজের বিরুদ্ধে।

এদিকে হত্যার হুমকির অভিযোগে আজিজ বাদী হয়ে গত ২১ মে দক্ষিণ সুরমা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি তার অভিযোগে উল্লেখ করেন গত ১৬ মে রাত ৮.০ ঘটিকায় হঠাৎ ছিনতাইকারী ফয়েজ তাহার ব্যনহ্নত মোবাইল থেকে ফোন করে টাকা চাইতে থাকে। এরপর ১৭ মে আবারও ভিন্ন ভিন্ন সময়ে ফোন করে টাকা চায় এবং বলে তাকে মানুষ মারার কন্টাক্ট দিয়েছেন। এর পর টনক নড়ে আজিজের, তিনি ২১ মে দক্ষিণ সুরমা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। প্রাথমিকভাবে বিষয়টি কাল্পনিক ভিত্তিহীন হলেও হুমকির অভিযোগ ও অডিও রেকর্ড নিয়ে ইতিমধ্যে গত ২২ মে বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশিত হয়েছে।

প্রশ্ন হচ্ছে ফয়েজ কেন আজিজের উপর মিথ্যা ও কাল্পনিক অভিযোগ করবে। সিলেট বিভাগীয় ট্র্যাংকলরী শ্রমিক ইউনিয়নের অন্য কোন নেতা বা সদস্যকে কেন বলেনা। নিশ্চয়ই এই দুজনের মধ্যে অন্য কোন রহস্য লুকিয়ে আছে। যাহা আপাদত দেখা যাচ্ছেনা। নিশ্চয় পুলিশী তদন্তে তা বেরিয়ে আসবে।

এব্যপারে জানতে আজিজের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এই প্রতিবেদককে বলেন আমি ফয়েজকে চিনিওনা, সে কেন আমার কাছে টাকা চায় এবং দোষ চাপাচ্ছে বুঝতে পারছিনা, এখানে অন্যকোন রহস্য আছেকিনা তা আল্লাহই জানেন।

উল্লেখ্য এর আগে শুক্রবার ৯ মে বিকাল ৩.০০ ঘটিকার সময় প্রতিদিনের মতো কামরান নোমান তাহার মোটর বাইক নিয়ে সাধুর বাজার যমুনা ডিপোর কাছে যাওয়া মাত্র চিহ্নিত ছিনতাইকারী গালকাটা শিপলু, মোটর সাইকেল চোর ফয়েজসহ ৩/৪ জন তাহার মোটর বাইকের গতিরোধ করে নোমানের সাথে থাকা ২ লক্ষ টাকা নিতে চেষ্টা করে একপর্যায়ে তাকে এলোপাতাড়ি উপযুপুরি ছুরিকাঘাত করে টাকা ও মোবাইল নিয়ে নোমানকে সুরমা নদীতে ফেলে দেয়। বিষয়টি পথচারীরা দেখতে পেয়ে নোমানকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এরপর চিকিৎসা শেষে গত ১৫ মে কামরান নোমান বাদী হয়ে গালকাটা শিপলু ও ফয়েজকে বিবাদী করে এসএমপির দক্ষিণ সুরমা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের কোন অগ্রগতি না হওয়ায় গত ২১ মে নোমান থানায় যোগাযোগ করে জানতে পারেন, থানায় অভিযোগ নেই, গায়েব হয়েগেছে। এরপর তিনি দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান এর সাথে দেখা করতে গেলে, তিনি কামরান নোমানকে বলেন আপনাকেতো সিলেট ট্রাংকলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজিজ মেরে ফেলতে চেয়েছিলো। এরপর নোমান নতুন করে আরেকটি লিখিত অভিযোগ থানায় দিয়ে আসেন।

সন্ধ্যায় নোমান তাহার এক নিকট আত্নীয়কে নিয়ে আজিজের অফিসে গিয়ে মেরে ফেলার বিষয়ে জানতে চাইলে তিনি তাকে হত্যার হুমকির একটি অডিও রেকর্ড শুনিয়ে শান্ত করেন। কিন্তু কেন হত্যার হুমকি দিয়েছে সেটা বলেননি।

অনুসন্ধানে জানা যায়, বিভিন্ন ডিপো থেকে চোরাই পথে তেল পাচারের সাথে যারা জ্বড়িত তারা ট্র্যাংকলরী শ্রমিক ইউনিয়নের নেতাদের বখরা দিয়ে থাকে। সেই বখরায় বাঁধা হয়ে দাড়িয়েছে কামরান নোমান। কামরান নোমানকে সড়িয়ে দিতে পারলে পথের কাটা শেষ। এর আগে এই স্বার্থের দ্বন্ধে একইভাবে সিলোট বিভসগীয় ট্র্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক রিপন আহমদকে হত্যা করা হয়। সেখানেও চলে কন্টাক্ট কিলিংয়ে হত্যা। রিপন হত্যার পর আজিজ সাধারণ সম্পাদক হয়েছেন, সচেতন মহল মনে করেন এসব ঘটনার সৃষ্ট তদম্ত হওয়া দরকার। নাহয় আরেক প্রশ্ন উঠবে সম্পাদক হওয়ার জন্য কি তাহলে রিপনকেও হত্যা করা হয়েছে? তাই তাদের দাবী একমাত্র পুলিশই পারে তাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রকৃত তথ্য বের করে কন্টাক্ট কিলিং বন্ধ করতে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট