1. live@somoytvbangla.com : সময় টিভি বাংলা : সময় টিভি বাংলা
  2. info@www.somoytvbangla.com : সময় টিভি বাংলা :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ধর্মপাশার ফাতেমানগরে অসামাজিক আসর ভাঙলো পুলিশ, নারী-পুরুষসহ আটক-৪ সুখাই রাজাপুরে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন জাকিয়া চৌধুরীর বার্ষিক পরীক্ষায় সব বিষয়ে এ+ ঝলক জৈন্তাপুরের নিজপাট ইউনিয়ন শ্রমিক দলের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা গোমস্তাপুরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত দক্ষিণ সুরমায় সাংবাদিকের বাসায় হামলা,ভাংচুর ও লুটের ঘটনায় সিলেট সাংবাদিক ইউনিয়নের নিন্দা ও প্রতিবাদ দক্ষিণ সুরমায় সাংবাদিকের বাসায় হামলা, ভাঙচুর ও লুট, থানায় অভিযোগ সিলেট বিভাগের আরও ৪টি আসনে দলীয় প্রার্থীর  ঘোষণা বিএনপির এএসএমপির ছয় থানার ওসি বদল চাঁদাবাজমুক্ত ন্যায়ভিত্তিক ছাতক-দোয়ারা গড়তে দাঁড়িপাল্লায় ভোট চান ডাকসু ভিপি সাদিক কায়েম

জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনার্স শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ৫১৭ বার পড়া হয়েছে

মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি :: জামালগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে ২০১৯-২০ শিক্ষাবর্ষের অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে এক দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বুধবার (২৮ মে) সকাল ১১টায় কলেজের অনার্স বিভাগের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ আয়োজনে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ সুজিত রঞ্জন দে এবং সঞ্চালনা করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক শামীমা আক্তার শিমু।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম বিন বারী। কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবু সাঈদ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন শিক্ষক আব্দুল করিম। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উজ্জ্বল হোসেন এবং ইতিহাস বিভাগের আসমাউল ইসলাম সাকির। উজ্জ্বল হোসেন বলেন, “এই কলেজ শুধু আমাদের উচ্চশিক্ষার পথপ্রদর্শক নয়, বরং জীবনের মূল্যবোধ শিখিয়েছে। আমরা শিক্ষক-শিক্ষিকাদের প্রতি আজীবন কৃতজ্ঞ থাকবো।”

আসমাউল ইসলাম সাকির বলেন, “চারটি বছর কেটে গেল যেন এক চোখের পলকে। আমাদের শৈল্পিক, বুদ্ধিবৃত্তিক ও মানবিক বিকাশে এই কলেজের অবদান অনস্বীকার্য।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আবু উবায়দা নাদিম, ইতিহাস বিভাগের প্রধান পঙ্কজ বর্মন, শিক্ষক মীর মোশাররফ হোসেন, আব্দুল করিম, কামরুল ইসলাম তালুকদার সবুজ ও মনব্রত স্যার।

বক্তারা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানান এবং তাঁদের মানবিকতা, নৈতিকতা ও দায়িত্ববোধ নিয়ে সমাজে অবদান রাখার আহ্বান জানান।

অধ্যক্ষ সুজিত রঞ্জন দে বলেন, “জীবনের সবচেয়ে বড় যুদ্ধ হলো নিজেকে মানুষ হিসেবে গড়ে তোলা। তোমরা যে শিক্ষা পেয়েছো, সেটিকে কাজে লাগিয়ে নিজ নিজ অবস্থানে আলোকিত মানুষ হও—এই প্রত্যাশা করি। তোমাদের মনে রাখতে হবে, ডিগ্রি নয়, দায়িত্ববোধই একজন প্রকৃত শিক্ষিত মানুষের পরিচয়।”

প্রধান অতিথি রফিকুল ইসলাম বিন বারী বলেন, “তোমাদের সামনে এখন এক নতুন দিগন্ত। আত্মবিশ্বাস, অধ্যবসায় এবং সততার সঙ্গে এগিয়ে গেলে কোনো বাধাই তোমাদের রুখতে পারবে না।”

অনুষ্ঠানের শেষ অংশে শিক্ষার্থীদের মাঝে পরীক্ষার প্রয়োজনীয় কিছু শিক্ষাসামগ্রী বিতরণ করা হয় এবং দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট