1. live@somoytvbangla.com : সময় টিভি বাংলা : সময় টিভি বাংলা
  2. info@www.somoytvbangla.com : সময় টিভি বাংলা :
বুধবার, ২৫ জুন ২০২৫, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন বাংলাদেশ প্রেস কাউন্সিল ও আরজেএফ কার্যালয়ে “শোকর” ম্যাগাজিন প্রদান ফলোআপ চুরির মামলা রেকর্ডে টালবাহানা জকিগঞ্জ থানা পুলিশের, বিবাদীর কাছ থেকে বখরা নেওয়ার অভিযোগ তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে ওসি বল্লেন তদন্ত শেষ হলে ব্যবস্থা নেয়া হবে গাউসিয়া হক ভাণ্ডারী খানকাহ্ শরিফের ব্যবস্থাপনায় ৫ দিনব্যাপী শোহাদায়ে কারবালা মাহফিলের প্রস্তুতি সভা আজ মাইজভাণ্ডারী মানব কল্যাণ সংস্থার নবগঠিত কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠান ও আলোচনা সভা বৃহস্পতিবার  গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের মাসিক মাহফিল কাল হবিগঞ্জের আজমিরীগঞ্জে আওয়ামী ডেবিল পূর্নবাসনে মরিয়া বিএনপি নেতা সরশ শায়খুল ইসলাম আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রহ.) জীবন ও অবদান শীর্ষক সেমিনার মঙ্গলবার   লায়ন শুভাশীষ চৌধুরী’র জন্মদিন পালন জামালপুরে ডিবির ওসির নেতৃত্বে ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

অন্তরের পরিশুদ্ধতা অর্জনের মধ্য দিয়ে সৃষ্টির কল্যাণ সাধনই হজ ও কোরবানির মাহাত্ম্য — গবেষক জনাব শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী,

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১ জুন, ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে

মুহাম্মদ নেজাম উদ্দিন, চট্টগ্রাম:-প্রাণকে প্রাণেশ্বরের সঙ্গে সংযুক্ত করার লক্ষ্যে, মুমিনের অন্তরকে পবিত্র রাখার জন্য হজ ও কোরবানি গুরুত্বপূর্ণ অবলম্বন। মুমিন ব্যক্তি হজ পালনের মাধ্যমে নিজের অন্তরকে খোদার পবিত্র নিদর্শন কাবার প্রতি উপস্থাপন করে। হজ সম্পাদনের সময় সর্বোত্তম বিনয়ে অন্তরের আত্মসমর্পণের মাধ্যমে ‘দিল’ পরিশুদ্ধতা লাভ করে। সেই পবিত্র অন্তর বা ‘দিল’-ই হয়ে ওঠে খোদার অবস্থানক্ষেত্র তথা ‘দিল কাবা’।পবিত্র অন্তরের অধিকারী ব্যক্তি সর্বদা সৃষ্টির কল্যাণে নিবেদিত থাকেন। এজন্যই বিশ্বঅলি বলেছেন, “দুস্থ মানুষের সেবা হজে আকবর।”গত ৩০ মে ২০২৫ ইং, শুক্রবার সন্ধ্যা ৭টায় ‘আশেকানে হক ভাণ্ডারী শোকর এ মওলা মনজিল’-এর ব্যবস্থাপনায় আয়োজিত মাসিক সভা, ‘মাইজভাণ্ডারী দর্শন’ শীর্ষক আলোচনা, মিলাদ ও জিকিরে সেমা মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিশিষ্ট মাইজভাণ্ডারী লেখক ও গবেষক, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ-এর কেন্দ্রীয় পর্ষদ সদস্য জনাব মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী।তিনি কোরবানির ইতিহাস পর্যালোচনা করতে গিয়ে পবিত্র কোরআনে বর্ণিত আয়াত “কোরবানির গোশত বা রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, আল্লাহর কাছে পৌঁছায় শুধু তোমাদের নিষ্ঠাপূর্ণ তাকওয়া” (সূরা হজ, আয়াত ৩৭) উল্লেখ করে বলেন—স্রষ্টার প্রতি মুমিনের পবিত্র অন্তরের উৎসর্গের নামই কোরবানি। মুমিন ব্যক্তি নিজের অন্তরের পশুত্বকে বিনাশ করে, আত্মা ও ত্যাগের মহিমায় স্রষ্টার রহমতের শোকর আদায় করেন।তিনি বলেন, অন্তরের পরিশুদ্ধতা অর্জনের মধ্য দিয়ে সৃষ্টির কল্যাণ সাধনই হজ ও কোরবানির মূল মাহাত্ম্য। অন্যদিকে, মানুষের ওপর জুলুম করে, মানুষের হক নষ্ট করে অর্জিত সম্পদ দিয়ে হজ বা কোরবানি আদায় করলে কখনোই এর মূল লক্ষ্য অর্জিত হয় না।এছাড়াও বক্তা হজ ও কোরবানির বিভিন্ন আচার-অনুষ্ঠানের মূল হাকিকত (সত্যতা) কোরআন, হাদিস ও মাইজভাণ্ডারী ত্বরিকার আলোকে তাত্ত্বিক বিশ্লেষণ করেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘আশেকানে হক ভাণ্ডারী শোকর এ মওলা মনজিল’-এর সভাপতি জনাব মোহাম্মদ আজম। সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ শাহরিয়ার আসিফের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি জনাব মোহাম্মদ এহসান উল্লাহ।এ সময় ‘আশেকানে হক ভাণ্ডারী শোকর এ মওলা মনজিল’ এবং মাইজভাণ্ডারী আদর্শবাহী ছাত্র ও যুব সংগঠন ‘জ্যোতি ফোরাম’-এর বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।পরবর্তীতে মিলাদ ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।সবশেষে, সংগঠনের সদস্য শিল্পী গোলাম মওলা রনির পরিবেশনায় জিকিরে সেমা মাহফিল অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট