অনলাইন ডেস্ক:: ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর হামলার দাবি করেছে ইসরায়েল। এক্স-এ এক বিবৃতিতে, ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা পশ্চিম ইরানে ইরানি শাসকগোষ্ঠীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর বৃহৎ পরিসরে হামলা চালিয়েছে।
সেনাবাহিনী দাবি করেছে, আক্রমণের অংশ হিসেবে কয়েক ডজন রাডার এবং ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করা হয়েছে। এই হামলা ইসরায়েলি বিমানবাহিনীর আকাশপথে অভিযানের উন্নত সক্ষমতার প্রতীক।
বৃহস্পতিবার (১২ জুন) রাত ৩টার দিকে ইরানে হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় ইরানের শীর্ষ সামরিক নেতারা নিহত হন। এদের মধ্যে রয়েছেন, সলামি রেভল্যুশনারি গার্ডের কমান্ডার ইন চিফ জেনারেল হোসেইন সালামি ও সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মোহাম্মদ বাগেরি।
এ ছাড়া ইরানের ৬ শীর্ষ পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। নিহত ইরানের পরমাণু বিজ্ঞানীরা হলেন- আব্দুলহামিদ মিনুচেহর, আহমেদরেজা জোলফাগারি, সাইয়্যেদ আমির হোসেইন ফাকি, মোতলাবিজাদেহ, মোহাম্মদ মেহেদি তেহরানচি এবং ফেরেদুন আব্বাসি।
এর প্রতিক্রিয়ায় ইসরায়েলে পাল্টা হামলা চালিয়েছে ইরান। গত কয়েক ঘণ্টায় ইরান ইসরায়েলে ১০০টিরও বেশি ড্রোন ছুড়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সেগুলো ভূপাতিত করার দাবি করেছে।
শুক্রবার (১৩ জুন) এ তথ্য জানায় দ্য টাইমস অব ইসরায়েল।
জানা গেছে, ইসরায়েলে হামলার উদ্দেশ্যে ছোড়া ইরানের ড্রোন-মিসাইল ভূপাতিত করেছে জর্ডানও। ফলে প্রাথমিকভাবে ইরানের বহু টার্গেট ব্যর্থ হয়েছে।
প্রকাশক: মিসেস মোর্শেদা হাসান, সম্পাদক : কল্লোল পাল সর্দার, প্রধান সম্পাদক : ইমরান হাসনাত জুম্মান(ইউকে প্রবাসী) ,
সহ-সম্পাদক: মো: আল-আমীন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট।, মোবাইল: ০১৬০৭৮৯৭৭৯৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত