1. live@somoytvbangla.com : সময় টিভি বাংলা : সময় টিভি বাংলা
  2. info@www.somoytvbangla.com : সময় টিভি বাংলা :
শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম :
মোবাইল ফোনের জন্য মুহুর্তে প্রাণ গেল ৪ যুবকের প্রশাসনের নিরবতায় সুনাই নদীতে বালি লুটপাট  করছে সিন্ডিকেট চক্র আতংকিত স্থানীয়রা অংকুর সাহিত্য পাঠাগারের ২০২৫/২৬সালের নতুন কমিটির শপথ গ্রহণ ও অংকুর ডিজিটাল সেবা কেন্দ্রের  উদ্বোধন কোম্পানীগঞ্জে বিয়ের আশ্বাসে ধর্ষণ ৩ লাখ টাকা আত্মসাৎ বিষ প্রয়োগে হত্যার অভিযোগ মাইজভাণ্ডার শরীফে শোহাদায়ে কারবালা মাহফিলে ডা. সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারী“কারবালার চেতনায় বিশ্ব মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান” জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে ভারত থেকে ৪ নারী ৩ পুরুষসহ ৭জনকে পুশইন করেছে বিএসএফ ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এস এস সি পাশের হার ৫৮.২২ শতাংশ শিক্ষার্থী ফেঞ্চুগঞ্জে সড়কের নিচে জ্বলছে আগুন, দায়িত্বজ্ঞানহীন কান্ড কর্তৃপক্ষের সংবাদপত্র রাষ্ট্রের কাছে কতটুকু গ্রহণ যোগ্যতা সারাদেশে পাথর কোয়ারি চলবে, আর সিলেটে চলবে না, এটা মেনে নেওয়া যাবে না…বিভাগীয় কমিশনার

ময়মনসিংহ জেলা মোটরযান কর্মচারী ইউনিয়নে নতুন কমিটির গঠনের জেরে দুই পক্ষের সংঘর্ষ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ২২৪ বার পড়া হয়েছে

হুমায়ুন কবির/ময়মনসিংহ জেলা প্রতিনিধি:: ময়মনসিংহের নান্দাইলে ময়মনসিংহ জেলা মোটরযান কর্মচারী ইউনিয়নে নতুন কমিটির গঠনের জেরে দুই পক্ষের মধ্য এক ভয়াবহ সংঘর্ষ হয়। আজ (১৩ জুন) রোজ শুক্রবার বেলা অনুমানিক ১১.০০ ঘটিকার দিকে এ সংঘর্ষ হয়।

এ সময় নান্দাইল থানাধীন মোয়াজ্জেমপুর ইউনিয়নের কানুরামপুর সাকিনস্থ কানুরামপুর সিএনজি ও বাসস্ট্যান্ডে দুই পক্ষের অনুমানিক ২০০/২৫০ জন লোকের মধ্যে বাসস্ট্যান্ড ও সিএনজি স্ট্যান্ডদের শ্রমিক এরমধ্যে অটোর ড্রাইভারকে মারধরকে কেন্দ্র করিয়া তথা পূর্ব শত্রুতার যের ধরিয়া উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ের ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ হয়।

এই তথ্য ও সংবাদ প্রাপ্ত হইয়া নান্দাইল থানার অফিসার ইনচার্জ, নান্দাইল মডেল থানা তাৎক্ষণিক সঙ্গীয় অফিসার ও ফোর্স, থানা এলাকায় দিবাকালীন আইন-শৃঙ্খলা ডিউটিতে নিয়োজিত অফিসার ও ফোর্স এবং সেনাবাহিনীর সার্জেট জাহিদ এর নেতৃত্বে টহল টিমসহ বেলা ১১.১৫ ঘটিকার সময় নান্দাইল থানাধীন মোয়াজ্জেমপুর ইউনিয়নের কানুরামপুর বাসস্ট্যান্ড এলাকায় উপস্থিত হয়ে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং রাস্তায় যান চলাচল স্বাভাবিক করেন।

এছাড়াও জানা যায় উক্ত ঘটনায় উভয় পক্ষের মধ্যে ৫/৬ জন আহত হয়। আহতদের মধ্যে ১। নওশাদ (২৬), পিতা-সজল, ২। অপু (১৯), পিতা-হাবিবুর রহমান, উভয় সাং-উত্তর পালাহার, থানা-নান্দাইল, জেলা-ময়মনসিংহদ্বয়সহ অজ্ঞাতনামা ২/৩ জনকে চিকিৎসার জন্য নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়।

এছাড়াও জানা যায়, নান্দাইল থানাধীন কানুরামপুর বাসস্ট্যান্ড পরিচালনার জন্য ময়মনসিংহ জেলা মটরযান কর্মচারী ইউনিয়ন এর সভাপতি মোঃ নজরুল ইসলাম এবং সাধারন সম্পাদক আইয়ুব আলী কর্তৃক অনুমোদিত কমিটির বিষয়টি নিয়া উভয় পক্ষের মধ্যে উক্তরূপ ঘটনা ঘটিয়াছে মর্মে প্রাথমিকভাবে জানা যাইতেছে।

অফিসার ইনচার্জ বলেন, উক্ত বিষয়ে এখনো পর্যন্ত কোন পক্ষ হইতে অভিযোগ পাওয়া যায় নাই। অভিযোগ প্রাপ্তী সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নান্দাইল থানার অফিসার ইনচার্জ আরও বলেন, গত ঈদ-উল-ফিতর এর সময় নান্দাইল থানাধীন কানুরামপুর বাসস্ট্যান্ডে চাঁদাবাজির ঘটনায় ০৯ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা নেওয়া হয়েছিল যাহার মামলা নং-০৭, তাং-০৫/০৪/২০২৫ খ্রিঃ, ধারা-৩৮৫/৩৮৬/১০৯/৫০৬ পেনাল কোড। মামলাটি তদন্তাধীন রয়েছে। বর্তমানে ঘটনাস্থল সহ থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক। পুলিশী টহল জোরদার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট