1. live@somoytvbangla.com : সময় টিভি বাংলা : সময় টিভি বাংলা
  2. info@www.somoytvbangla.com : সময় টিভি বাংলা :
শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
মোবাইল ফোনের জন্য মুহুর্তে প্রাণ গেল ৪ যুবকের প্রশাসনের নিরবতায় সুনাই নদীতে বালি লুটপাট  করছে সিন্ডিকেট চক্র আতংকিত স্থানীয়রা অংকুর সাহিত্য পাঠাগারের ২০২৫/২৬সালের নতুন কমিটির শপথ গ্রহণ ও অংকুর ডিজিটাল সেবা কেন্দ্রের  উদ্বোধন কোম্পানীগঞ্জে বিয়ের আশ্বাসে ধর্ষণ ৩ লাখ টাকা আত্মসাৎ বিষ প্রয়োগে হত্যার অভিযোগ মাইজভাণ্ডার শরীফে শোহাদায়ে কারবালা মাহফিলে ডা. সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারী“কারবালার চেতনায় বিশ্ব মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান” জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে ভারত থেকে ৪ নারী ৩ পুরুষসহ ৭জনকে পুশইন করেছে বিএসএফ ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এস এস সি পাশের হার ৫৮.২২ শতাংশ শিক্ষার্থী ফেঞ্চুগঞ্জে সড়কের নিচে জ্বলছে আগুন, দায়িত্বজ্ঞানহীন কান্ড কর্তৃপক্ষের সংবাদপত্র রাষ্ট্রের কাছে কতটুকু গ্রহণ যোগ্যতা সারাদেশে পাথর কোয়ারি চলবে, আর সিলেটে চলবে না, এটা মেনে নেওয়া যাবে না…বিভাগীয় কমিশনার

সাংবাদিক ও মানবতার ফেরিওয়ালা ফররুখ আহমদ চৌধুরী ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ৫৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: সিলেটের সাংবাদিকতা জগতের আইকন এক সময়ের সাহসী কলম সৈনিক ও মানবতার ফেরিওয়ালা ফররুখ আহমদ চৌধুরী পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।

উল্লেখ্য সাংবাদিক ফররুখ আহমদ চৌধুরী ছিলেন সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে নিবেদিতপ্রাণ নির্ভীক কলম সৈনিক, সিলেটের সংবাদিকতা জগতের উজ্জ্বলতম নক্ষত্র, রাষ্ট্রের দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মামলায় মহামান্য সুপ্রিম কোর্ট থেকে জয়ী হয়ে সিলেটের একমাত্র ইতিহাস সৃষ্টিকারী সৎসাহসী স্বনামধন্য সিনিয়র সাংবাদিক ফররুখ আহমদ চৌধুরী। আজন্ম সংগ্রামী এই স্বাধীনচেতা মানুষটি সবার কাছে ফখরু ভাই নামে সমধিক পরিচিত।

সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পণ। আর সাংবাদিকদের বলা হয় জাতির বিবেক। ফররুখ আহমদ চৌধুরী সত্যিকার অর্থেই সত্যাশ্রয়ী সেই জাগ্রত বিবেক। জীবিকা নির্বাহের জন্য যিনি সাংবাদিকতা পেশায় আসেননি। সংবাদপত্র নামের সমাজ দর্পণে অসত্য ও অসুন্দরের মুখোশ উন্মোচন করে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্যই তিনি ১৯৭৯ সনে বেছে নিয়েছিলেন সাংবাদিকতার মতো মহান পেশা।

সংবাদমাধ্যমের স্বাধীনতাকে সমুন্নত রাখতে তৎকালীন জেলা প্রশাসকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে অবতীর্ণ হয়ে তিনি দৃষ্টান্ত স্হাপন করেন এবং বাকস্বাধীনতা ও মুক্ত সংবাদমাধ্যমের জন্য নির্ভীকচিত্তে লড়াই করায় অকুতোভয় সাংবাদিক ফররুখ আহমদ চৌধুরীর ঐতিহাসিক ভূমিকা সিলেটের সাংবাদিকতা জগতে তাকে স্বরণীয় ও বরণীয় ব্যক্তিত্ব হিসেবে এক অনন্য উচ্চতায় অধিষ্ঠিত করেছে। সিলেটের সাংবাদিকতার ইতিহাসে তাই বরেণ্য সাংবাদিক ফররুখ আহমদ চৌধুরীর নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে।

সিলেটের সাংবাদিকতা অঙ্গনে ফররুখ আহমদ চৌধুরীর মতো প্রশিক্ষিত ও প্রখর মেধাসম্পন্ন সাংবাদিক খুবই বিরল। পেশাগত জীবনে তিনি অত্যন্ত সুনামের সাথে সাপ্তাহিক সিলেটের সম্পাদক-প্রকাশক ও দৈনিক কাজিরবাজার পত্রিকার প্রতিষ্ঠাকালীন প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি দেশবার্তাসহ বিভিন্ন পত্র-পত্রিকা ও সাময়িকীতে কাজ করেন। কারো রক্তচক্ষুকে পরোয়া না করে নির্ভয়ে সত্য প্রকাশ এবং জ্বালাময়ী ভাষায় নিজের লেখা কলাম ও সম্পাদকীয়তে ক্ষুরধার লিখনীর মাধ্যমে সমাজের অসঙ্গতি অন্যায় অবিচার অত্যন্ত সুচারুরূপে ফুটিয়ে তুলতেন।

আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ্যম সংস্থা- মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের ‘আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক’ এবং আমেরিকাস্হ বাংলাদেশ দূর্নীতি প্রতিরোধ মঞ্চের প্রধান উপদেষ্টা, বিশিষ্ট কলামিস্ট ও ছড়াকার ফররুখ আহমদ চৌধুরী (ফখরু) মা-বাবার স্মৃতি রক্ষার্থে এবং মানবকল্যাণে কাজ করার জন্য প্রতিষ্ঠা করেন খয়রুন্নেছা-বশির ফাউন্ডেশন ইউএসএ (ইনক)।

এই ফাউন্ডেশনের মাধ্যমে নানান সামাজিক কর্মকাণ্ড, দান-খয়রাত, বিপর্যস্ত সাংবাদিকদের আর্থিক সহযোগীতা প্রতিনিয়ত করে চলেছেন। মানবতার কল্যাণে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরুপ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পেয়েছেন অসংখ্য “সম্মাননা স্মারক”। এছাড়াও সৎ ও নীতিবান কারানির্যাতিত এই গুণী সাংবাদিকের বর্ণাঢ্য কর্মময় জীবনের উপাখ্যান নিয়ে অনেকগুলো প্রবন্ধ-নিবন্ধ লিখেছেন সিলেটের খ্যাতনামা কলামিস্ট, সাংবাদিক, সাহিত্যিকগণ।

তিনি ছিলেন, অত্যন্ত মিশুক প্রকৃতির, সজ্জন, নির্লোভ, প্রচারবিমুখ সাদা মনের মানুষ ফররুখ আহমদ চৌধুরী যশ-খ্যাতি ও বিপুল বিত্ত-বৈভবের মধ্যে থেকেও খুব সাধারণ জীবন যাপন করেন। তিনি তার আলোকিত জীবনের আঙ্গিনা জুড়ে ভালোবাসার পুষ্পকানন সাজিয়ে পত্র-পল্লবে, সৌন্দর্য-সুবাসে মুগ্ধ-বিমুগ্ধ করে চলেছেন আশেপাশের সবাইকে। বাংলা পিডিয়া সিলেট খন্ড, সূর্যোদয়, সুগন্ধা ও একুশের ছড়া গ্রন্থের লেখক খুলিয়াটুলা এলাকার কৃতিসন্তান, সিলেটের গৌরব, মানবতাবাদী এই গুণী মানুষ।

এক শুভেচ্ছা বার্তায় তিনি সিলেটের সকল ও প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক ও সিলেট সহ দেশ-বিদেশের সকল সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।

তিনি বলেন, মাসব্যাপী সিয়াম সাধনার পর মুসলমানদের জীবনে এক শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে এই পবিত্র ঈদুল ফিতর। ঈদুল ফিতরের উৎসব মুসলমানদের নিবিড় ভাতৃত্ববোধে আরো উজ্জীবিত করবে এটাই আমার একন্ত বিশ্বাস । মাসব্যাপী রমজানের সিয়াম সধনার পরে নিজেকে আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্যে দিয়ে আসে ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্ত। এখানে হিংসা-বিদ্বেষ, হানাহানির কোনও স্থান নেই। মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহঅবস্থান, পরমতসহিষ্ণুতা ও সাম্যসহ বিশ্বজনীন কল্যাণকে ইসলাম ধারণ করে। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির মূলবন্ধন পরিব্যক্তি লাভ করুক—এটাই হোক ঈদ উৎসবের আয়োজন হোক সকলের জন্য আনন্দ। সকলের জীবনে বয়ে আনুক ঈদের খুশী, দূর হউক সকল কুয়াশা ও মনের কালো মেঘ। সকলকে জানাই আমার পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের আাগাম শুভেচ্ছা ও ঈদ মোবারক। সকলের জন্য পবিত্র ঈদুল ফিতর বয়ে আনুক এক নতুন বার্তা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট