স্টাফ রিপোর্টার::সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় একজন সমবায়ী কৃষক দরদী পরিচন্ন সামাজিক সংগঠন ব্যক্তিত্ব,মোঃ আব্দুর রব কে নিয়ে একটি কুচক্রী মহলের অপতৎপরতা ও নিন্দনীয় কাজে জড়িয়ে তাহার মান সম্মান ধ্বংসের অপচেষ্টা চলছে। এনিয়ে সংগঠন ব্যক্তিত্ব,আব্দুর রব এর দৃষ্টিগোচর হয়েছে তার
প্রতিবাদ স্বরূপ তিনি আইনী সহায়তায় কোম্পানীগঞ্জ থানা পুলিশ ও বিভিন্ন
গোয়েন্দা সংস্থার দৃষ্টি আকর্ষণ করেন। সহজ সরলতম মানুষ হিসেবে তিনি এলাকার অসহায় মানুষের স্বজন হিসেবে সবার বিপদ আপদে জান প্রাণ দিয়ে সহযোগিতা করে থাকেন। অথচ এই ভালো মানুষটিকে নিয়ে একটি কুচক্রী মহলের খারাপ মন্তব্য বিষেদগার,কম করেনি তারা।তাকে মাদক কারবারি হিসেবে অপপ্রচার, করে যাচ্ছে ভুঁইফোঁড়,ফেইসবুক পেইজ আইডি থেকে বিভ্রান্তি মূলক চরিত্র হনন মানসম্মান ও সামাজিক ভাবে হেয় প্রতিপন্নের চেষ্টা করছে,অথচ তিনি নিজেই একজন আদর্শ কৃষকের সন্তান, তিনি ৫ নং উত্তর রনিখাই ইউনিয়নের বনপুর গ্রামের দক্ষিণ পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক, ও পানি ব্যবস্হাপনা সমিতি (পাবসস) এর একজন দায়িত্বশীল সাধারণ সম্পাদক, অরাজনৈতিক সামাজিক সংগঠন (ডিঅবি)এর সিনিয়র সদস্য, রাজনৈতিক পরিচয়,তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী চেতনায় শহীদ জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবীত সৈনিক কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক,কমিটির সদস্য,সাম্প্রতিক সময়ে ফেসবুক আইডি ও পেইজ থেকে তাহার বিরুদ্ধে অহেতুক সমালোচনা ছড়িয়ে দিচ্ছে এই প্রতারক চক্র,তাকে মানহানিকর করতে বেপরোয়া তারা অপবাদ ও দিয়ে ও ক্ষান্ত হচ্ছে না।
এবিষয়ে সমবায়ী আব্দুর রব জানান,আমি সব সময় সকল চুরাচালানি ও ভারতীয় অবৈধ মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ করে আসছি আমি লীজ বহির্ভূত সকল প্রকার পাথর উত্তোলন,বালি পাথর উত্তোলনের বিরুদ্ধে সিলেট জেলা প্রশাসক সহ বিভিন্ন দপ্তরে স্বারক লিপি প্রধানে অংশ নিয়েছি, এলাকার কৃষি উন্নয়নের জন্য সেচ ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধির বিষয়ে কাজ করে যাচ্ছি,সামাজিক ও সমবায় নিয়ে আমার একান্ত ভাবনা। খেলাধুলা ও এলাকার সাধারণ জনগনের স্বাস্থ্যসেবার জন্য, ও এলাকার সাধারণ মানুষের উন্নয়নে মৎস্য ও প্রাণীসম্পদের বিষয়ে কাজ করছি।