হুমায়ুন কবির/ময়মনসিংহ:: ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপারের নির্দেশক্রমে এবং গৌরীপুর সার্কেল সার্বিক তত্ত্বাবধানে নান্দাইল মডেল থানা বিশেষ অভিযান পরিচালনা করে নিয়মিত মামলায় ১০ জন আসামী কে গ্রেফতার করা হয়। ১৮ জুন নান্দাইল মডেল থানার পুলিশ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ সূত্র জানায়, নান্দাইল মডেল থানার নিয়মিত মামলা নং ১৭(০৬)২৫ ধারা -সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধিত /২০১৩) এর ৬/৮/৯/১০/ ১১/১২/ ১৩/ এর এজাহারনামীয় গ্রেফতারকৃত আসামি ১৷ মাহবুব হাসান (৩০)(নান্দাইল উপজেলা ছাত্রলীগের সভাপতি) পিতা: মফিজ উদ্দিন সাং ধরুয়া ২৷ নজরুল ইসলাম (৩৫)(যুবলীগ সমর্থক) পিতা- মফিজ উদ্দিন সাং ধরুয়া ৩৷ পাভেল(৩১) (ছাত্রলী সমর্থক) পিতা- মৃত বাবুল মিয়া সাং মাদারীনগর ৪৷ রিয়াদ সরকার (৩২) (ছাত্রলীগ সমর্থক) পিতা- আ: রশিদ সরকার সাং নান্দাইল পাছপাড়া ৫৷ ইহসান উলহক জয়(২০)(ছাত্রলীগ সমর্থক) পিতা- আমিনুল ইসলাম সাং ধরুয়া ৬৷ শাকিল আহম্মে(৩০)ছাত্রলীগ সমর্থক) পিতা- মো: জহিরুল ইসলাম সাং ধরুয়া ৭৷ বরকত উল্লাহ(৩৫) (চন্ডীপাশা ইউনিয়নের ২নং ওয়াড ছাএলীগের সভাপতি) পিতা- মৃত মজিবুর রহমান সাং ধরুয়া ও মামলা নং ১২ (০৬)২৫ এর এজাহারনামীয় গ্রেফতারকৃত আসামি ৮৷ শফিকুল ইসলাম (৩০) ,, সি আর ওয়ারেন্টভুক্ত আসামি ৯৷ আবুল কালাম (৩৫) ও ফৌ: কা:বি: ১৫১ ধারায় গ্রেফতারকৃত আসামি ১০৷ ফরিদ (২৬) সহ মোট ১০(দশ) জন আসামি কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রকাশক: মিসেস মোর্শেদা হাসান, সম্পাদক : কল্লোল পাল সর্দার, প্রধান সম্পাদক : ইমরান হাসনাত জুম্মান(ইউকে প্রবাসী) ,
সহ-সম্পাদক: মো: আল-আমীন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট।, মোবাইল: ০১৬০৭৮৯৭৭৯৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত