জৈন্তাপুর, সিলেট রুবেল আহমদ:: সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সিলেট জেলা শ্রমিকদলের সদস্য সচিব নুরুল ইসলামের আশু সুস্থতা কামনায় জৈন্তাপুর উপজেলা শ্রমিকদলের উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা শ্রমিকদলের সভাপতি আব্দুর রবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে এক সংক্ষিপ্ত আলোচনার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা বিএনপি ও শ্রমিক দলের সিনিয়র নেতৃবৃন্দ। তারা নুরুল ইসলামের উপর নৃশংস হামলার তীব্র নিন্দা জানান এবং দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।
মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন দরবস্ত ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান বাহারুল আলম বাহার। দোয়ায় অংশগ্রহণকারীরা নুরুল ইসলামের দ্রুত আরোগ্য কামনা করেন এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
এসময় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতি অনুষ্ঠানে একটি দৃঢ় সংহতির বার্তা পৌঁছে দেয়