নিজস্ব প্রতিবেদক :: এসএমপি লামাবাজার ফাঁড়ি পুলিশ ও ডিবির অভিযানে আবাসিক হোটেলে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ০৯) জন গ্রেফতার করা হয়েছে। আটককৃতদের মধ্যে ৪জনকে পুলিশি অভিযানে এবং ৫ জনকে ডিবির অভিযানে মোট ৯ জনকে আটক করা হয়েছে।
১৮/০৬/২০২৫ খ্রিঃ রাত অনুমান ১০.০০ ঘটিকায় লামাবাজার পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এসআই (নিরস্ত্র)/মোহাম্মদ আলী খান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ কোতোয়ালী মডেল থানাধীন তালতলাস্থ হোটেল ইস্ট এন্ড আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ০২ (দুই) জন পুরুষ ও ০২ (দুই) জন নারী মোট ০৪ (চার) জনকে আটক করা হয়। আটককৃতরা হলেনঃ ১। আব্দুল লতিফ শাহিন (২৫), ২। শাহিনা আক্তার (২৭), ৩। মোঃ রুবেল আহমদ (৩৫), ৪। নাসিমা আক্তার (৩০)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। এর আগে বিকাল অনুমান ১৭.৪৫ ঘটিকায় সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ কোতয়ালী মডেল থানাধীন ‘তালহা রেস্ট হাউস’আবাসিক হোটেল এর ২য় তলার ২০৫ নং ও ২০৬ নং কক্ষে অভিযান পরিচালনা করে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ০৩ (তিন) জন পুরুষ ও ০২ (দুই) জন নারী মোট ০৫ (পাঁচ) জনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেনঃ ১। মোঃ নুর আলী (৩৯), ২। সুজন দাস (২৫), ৩। মোঃ আলাউদ্দিন (৫০), হোটেল ম্যানেজার, ৪। রোশনা (২৬), ৫। সঞ্জিতা তাঁতী (২২)। উক্ত ঘটনার বিষয়ে কোতয়ালী মডেল থানার নন এফআইআর নং- ২৬৪, তারিখ- ১৯/০৬/২০২৫ খ্রিঃ ধারা- সিলেট মহানগরী পুলিশ আইন, ২০০৯ এর ৭৭ রুজু হয়।
গ্রেফতারকৃতদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।