1. live@somoytvbangla.com : সময় টিভি বাংলা : সময় টিভি বাংলা
  2. info@www.somoytvbangla.com : সময় টিভি বাংলা :
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
“সবরের মধ্য দিয়ে হক প্রতিষ্ঠার লক্ষ্যে প্রেমাষ্পদের প্রতি উৎসর্গিত প্রেমের শিক্ষা দিয়েছে কারবালা।” —  শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী ফটিকছড়ি পৌরসভার ৫০ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা, বৃদ্ধি ৬৩% পশ্চিম ডাবুয়াতে পবিত্র শোহাদায়ে কারবালার স্বরণে মিলাদ মাহফিল কোম্পানীগঞ্জে চাচা ওয়ারিছের মুক্তিযোদ্ধা দাবীকে ভূয়া বল্লেন বীরকন্যা ভাতিজি জফুরা বেগম আরজেএফ’র অর্থসচিব ফারুকুল ইসলামের স্মরণসভা অনুষ্ঠিত বিশিষ্ট সমাজসেবিকা ছায়া রাণী দাশ এর পরলোকগমনে শোক প্রকাশ জামালপুরে ইসলামপুরে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা গাউসিয়া হক ভাণ্ডারী খানকাহ্ শরিফের ব্যবস্থাপনায় ৫ দিনব্যাপী শোহাদায়ে কারবালা মাহফিল ১ জুলাই আরম্ভ চরণদ্বীপ দরবার শরীফে তিনদিনব্যাপী শোহাদায়ে কারবালা মাহফিল আরম্ভ ৪ জুলাই মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি ‘ক’ জোনের মাসিক উদ্দীপনা সভা অনুষ্ঠিত

ভোলাগঞ্জ রোপওয়ে’ সাদাপাথর পাহারায় শাহাব উদ্দিনের নেতৃত্বে বিএনপি’ যুবদল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৪৬ বার পড়া হয়েছে

এম এ এইচ শাহীন(স্টাফ রিপোর্টার):: সিলেটের কোম্পানীগঞ্জে রেলওয়ের সম্পদ বাঙ্কার,লুটপাট ও পরে সাদাপাথর পর্যটন। ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে পতিত, আওয়ামী সরকার পরিবর্তনের ফলে অবাধে হরিলুট সরকারের কোটি কোটি টাকার সম্পদ বিনষ্ট করে লাভবান হয়েছেন দুর্বৃত্তরা। বিএনপির চেয়ে বেশি আওয়ামীলীগ সমর্থকেরাই সুযোগ সুবিধা নিয়েছেন প্রতি দিন রাতে চলা এসব অপকর্মে কোম্পানীগঞ্জের ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়নে কতিপয় যুবদল ও বিএনপি পরিচয়ের ছত্রছায়ায়, তাহারা দয়ারবাজার এলাকায় আওয়ামী দোসর ও তাঁর চেলারা মাথায় গামছা বেঁধে অস্ত্রে সস্ত্রে ভোলাগঞ্জের রেলওয়ের বাঙ্কার এলাকায় লুটপাট করে কোটি টাকার মালিক হয়েছেন অনেকে। এই লুটেরাদের হাত থেকে রক্ষা পায়নি মসজিদ ও মুক্তিযোদ্ধার কবরস্থান।অনেকেই প্রশ্ন তুলেছেন স্থানীয় প্রশাসনের ভূমিকা কি ছিল তখন, ৫ ই আগস্টের পর মৌনতা অবলম্বন করে থাকা পুলিশের মন ভাঙ্গা পাশাপাশি নিরাপত্তা হীনতায় ছিলেন তারা। গত ১৫ এপ্রিল শ্রমিকদের কাছ থেকে টাকা নিয়ে ফেরার পথে বাঙ্কার, এলাকায় হামলার শিকার হন কালাইরাগ ক্যাম্পের ৩ বিজিবি সদস্য। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ৪ বিজিবি সদস্যকে সেখান থেকে প্রত্যাহার করা হয়। এর পরেও বিজিবি কঠিন কোনো পদক্ষেপ না নিয়ে তারা নির্লজ্জের মতো এই বালু পাথরখেকো ডাকাতদের হাতে হাত রেখে অবাধে সাদাপাথর সহ রোপওয়ে বাঙ্কার, থেকে বালু পাথর উত্তোলনের সুযোগ করে দেয়। সীমান্ত রক্ষার দায়িত্বে নিয়োজিত বর্ডারগার্ড বিজিবি কালাইরাগ ও কালাসাদেক এবং সাদাপাথর ক্যাম্পের কতিপয় সদস্যদের ঈদের আনন্দের মত মনে হয়েছে।এবং অবাধে লুটপাট ও পর্যটন স্পটে ব্যাপক ক্ষয় ক্ষতি করেছে বারকী নৌকা দিয়ে সর্বোপরি পাথর লুটের নেপথ্যের অভিযাগ ওঠে তাদের বিরুদ্ধে। দালালি দৌড়াত্মো কম হয়নি মহা ধুমধামে পাথর বাণিজ্য, এই অবস্থায় এর আগে আর কখনও দেখা যায়নি। পুলিশের ভূমিকার চাইতে বিজিবি সদস্যদের বাণিজ্য বেশি হয়েছে তারা নৌকা প্রতি টাকা নিয়ে ক্ষতি সাধন করেছে।(কোম্পানীগঞ্জে সুশীল ও সচেতন সমাজ বারবার প্রতিবাদ প্রতিরোধ স্মারক লিপি দিয়ে ও ব্যর্থ যেখানে সেখানে সফলতার সেরা নিদর্শন তৈরি করতে সক্ষমতা অর্জন করেছেন সিলেট জেলা বিএনপির সহ সভাপতি ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হাজী শাহাব উদ্দিনের দক্ষ নেতৃত্বে উপজেলা বিএনপি ও যুবদলের ত্যাগী নেতা কর্মীদের প্রহরায় সাদাপাথর রক্ষা করতে গিয়ে কতিপয় কিছু সংখ্যক বিজিবি সদস্য প্রতি নৌকা থেকে টাকা তোলা সহ রাতে বারকী,ও ইঞ্জিন নৌকার শ্রমিকদের সাথে শলাপরামর্শের ভিডিও করা হয়,সেই ভিডিও সামাজিক গণমাধ্যমে দেওয়ার পরে টনক নড়ে বিজিবি ও প্রশাসনের। এখন এই সাদাপাথর ও রোপওয়ে বাঙ্কার রক্ষা হওয়ায়, স্থানীয় প্রশংসার দাবিদার উপজেলা বিএনপিও যুবদল বর্তমানে প্রশংসনীয় একটি স্লোগান হচ্ছে।”নেতা কর্মী একত্রিতো,পাথর চোররা বিতাড়িতো” এর আগে যদি প্রশাসন পুলিশ বিজিবি এইভাবে সকলের সম্মিলিত প্রয়াসের সাদাপাথর ও বাঙ্কার রক্ষার দায়িত্ব নিতো সরকারের কোটি কোটি টাকার সম্পদ তাহলে এত বিপর্যয় বিপর্যস্ত হতো না। গুটি কয়েক সিন্ডিকেটের কারণে লুটপাট হওয়া সাদাপাথর গুলো আজ আর নেই। পাথর চোরাই কারবারিদের কারণে ধ্বংসের দ্বারপ্রান্তেই দেশসেরা,বাংলার কাশ্মীর খ্যাত ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটন স্পট ও বাংলাদেশ রেলওয়ের বাঙ্কার। এতোটা ক্ষত বিক্ষত হতো না এদিকে সরকার কোটি কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত। সেখানে কান্ডারী হয়ে ভূমিকা রাখছেন হাজী শাহাব উদ্দিন ও বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের ভূমিকার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে। ঘন্টায় পড়ছে বর্ডারগার্ড বিজিবির বাঁশি চলছে সাদাপাথর পর্যটন আর বাঙ্কার রক্ষার মিশন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট