নিজস্ব প্রতিবেদক:: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে যৌন নির্যাতন ও তার ভিডিও ধারণের অভিযোগে একই বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।গত বৃহস্পতিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
তারা হলেন, বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শান্ত তারা আদনান ও স্বাগত দাশ পার্থ। তাদের একজনকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে এবং আরেকজনকে ক্যাম্পাসের পাশের একটি এলাকা থেকে আটক করা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, ঈদের আগে একটি অনুষ্ঠান থেকে ফেরার পথে ভুক্তভোগী নারী শিক্ষার্থীকে চেতনানাশক ওষুধ খাইয়ে সুরমা আবাসিক এলাকার একটি মেসে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে অচেতন করে ‘যৌন নির্যাতন’ ও ভিডিও ধারণ করা হয়। তবে সেসময় ভয়ে ওই শিক্ষার্থী কোনো ব্যবস্থা গ্রহন করতে পারেননি। পরবর্তীতে সহপাঠীদের সাথে আলোচনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর অভিযোগ দায়ের করেন ওই শিক্ষার্থী।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গনমাধ্যম) সাইফুল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশে কোতোয়ালি থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। পরে তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রহণ করা হয়।