মুহাম্মদ নেজাম উদ্দিন, চট্টগ্রাম:আগামী ২৬শে জুন ২০২৫খ্রিস্টাব্দ ১২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার দরবারে গাউসুলআজম মাইজ ভাণ্ডারীর মহামান্য জিম্মাদার ও মুন্তাজেম আওলাদ, জাঁ-নশীনে অছিয়ে গাউসুলআজম আলহাজ্ব শাহসুফি সৈয়দ সহিদুল হক মাইজভাণ্ডারী প্রকাশ ছোট হুজুর কেবলা (ম.) নির্দেশক্রমে গাউছিয়া আহমদিয়া মঞ্জিলে মাসিক জিয়ারতে তাওয়াফ ও “মাহফিলে সা'মা” গাউসুলআজম মাইজভাণ্ডারীর হুজুরা শরীফ সম্মুখে শাহজাদা সৈয়দ আহমদ নাভিদ হাসান মাইজভাণ্ডারীর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে। এতে ধারাবাহিকভাবে বা'দ মাগরিব গাউসুলআজম মাইজভাণ্ডারীর রওজা-এ-পাক তাওয়াল্লোদ শরীফ, এরপর এশার নামাজ আদায় করে গাউসুলআজম মাইজভাণ্ডারীর রওজা-এ-পাক থেকে জিয়ারত শুরু করে জিয়ারতুত তাওয়াফ শেষ করে হুজুরা শরীফে জমায়েত পরবর্তী মাহফিলে সা'মা ও জিকির অনুষ্ঠিত হবে । মাইজভাণ্ডারী সাংস্কৃতিক পরিষদের সৌজন্যে এতে সা'মা পরিবেশনায় থাকবেন সৈয়দ মুহাম্মদ আবু সালেহ কাওয়াল।
প্রকাশক: মিসেস মোর্শেদা হাসান, সম্পাদক : কল্লোল পাল সর্দার, প্রধান সম্পাদক : ইমরান হাসনাত জুম্মান(ইউকে প্রবাসী) ,
সহ-সম্পাদক: মো: আল-আমীন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট।, মোবাইল: ০১৬০৭৮৯৭৭৯৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত