1. live@somoytvbangla.com : সময় টিভি বাংলা : সময় টিভি বাংলা
  2. info@www.somoytvbangla.com : সময় টিভি বাংলা :
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
পশ্চিম ডাবুয়াতে পবিত্র শোহাদায়ে কারবালার স্বরণে মিলাদ মাহফিল কোম্পানীগঞ্জে চাচা ওয়ারিছের মুক্তিযোদ্ধা দাবীকে ভূয়া বল্লেন বীরকন্যা ভাতিজি জফুরা বেগম আরজেএফ’র অর্থসচিব ফারুকুল ইসলামের স্মরণসভা অনুষ্ঠিত বিশিষ্ট সমাজসেবিকা ছায়া রাণী দাশ এর পরলোকগমনে শোক প্রকাশ জামালপুরে ইসলামপুরে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা গাউসিয়া হক ভাণ্ডারী খানকাহ্ শরিফের ব্যবস্থাপনায় ৫ দিনব্যাপী শোহাদায়ে কারবালা মাহফিল ১ জুলাই আরম্ভ চরণদ্বীপ দরবার শরীফে তিনদিনব্যাপী শোহাদায়ে কারবালা মাহফিল আরম্ভ ৪ জুলাই মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি ‘ক’ জোনের মাসিক উদ্দীপনা সভা অনুষ্ঠিত ওসমানীনগরে নিষিদ্ধ জাল ও ফাঁদ আগুনে পুড়িয়ে ধ্বংস, করলো প্রশাসন মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি ‘ক’ জোনের মাসিক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফলোআপ চুরির মামলা রেকর্ডে টালবাহানা জকিগঞ্জ থানা পুলিশের, বিবাদীর কাছ থেকে বখরা নেওয়ার অভিযোগ তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে ওসি বল্লেন তদন্ত শেষ হলে ব্যবস্থা নেয়া হবে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: বাদী টাকা না দেওয়ায় বিবাদীর কাছ থেকে বড় অংকের বখরা পেয়ে চুরির অভিযোগ রেকর্ডে তদন্ত কর্মকর্তা সময় ক্ষেপন করছেন বলে অভিযোগ উঠেছে জকিগঞ্জ থানার এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে।

খোঁজ নিয়ে জানাযায় গত ৯ জুন উপজেলার ২ নং বিরশ্রী ইউনিয়নের পীরনগর গ্রামে প্রবাসী নাসির উদ্দীনের বাড়ীতে সকাল ১১.০০ ঘটিকার সময় পিছনের দরজার তালা কেটে একই গ্রামের বাসিন্দা চিহ্নিত চোর জুবেল আহমদ ওরফে গুটাই নগদ টাকা,স্বর্নালংকার নিয়ে যায়। এরপর প্রবাসীর স্ত্রী কাজী হালিমা বেগম শিপা ঘটনার দিন সন্ধ্যার পর জকিগঞ্জ থানায় হাজির হয়ে একই গ্রামের বাবুল আহমদ এর পুত্র জুবেল আহমদ ওরফে গুঠাইকে বিবাদী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

প্রাথমিক তদন্ত শেষে চুরির ঘটনার সত্যতা পেলেও তদন্ত কর্মকর্তা জকিগঞ্জ থানার এস আই সুমন চুরির অভিযোগ রেকর্ড করতে বাদীর কাছে টাকা দাবী করেন। বাদী টাকা দিতে অপারগতা প্রকাশ করায় আজ পর্যন্ত মামলা আমলে নেয়নি জকিগঞ্জ থানা পুলিশ।

বাদীর অভিযোগ তদন্ত কর্মকর্তার চাহিত টাকা না দেওয়ায় বিবাদীর কাছ থেকে বড় অংকের বখরা পেয়ে মামলা রেকর্ডে তদন্তের নামে সময় ক্ষেপন করে মামলাকে ভিন্নখাতে  প্রবাহিত করার এক গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন তদন্ত কর্মকর্তা।

এবিষয়ে জানতে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সময় টিভি বাংলাকে বলেন আমি বাহিরে আছি, তদন্ত চলমান আছে, তদন্ত শেষ হলে ব্যবস্থা নেওয়া হবো।

চুরির মামলার বিষয়ে জানতে অতিরিক্ত পুলিশ সুপার জকিগঞ্জ সার্কেলের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাহার সরকারি মোবাইলটি ব্যস্ত পাওয়া যায়। তিন ঘন্টা অপেক্ষা করে সংযোগ না পাওয়ায় তাহার বক্তব্য পাওয়া যায়নি।

অথচ চুরির বিষয়ে লাইভ করার কারণে স্থানীয় এক সাংবাদিককে চোর সম্প্রদায় বেধরক মারধোর করে। ঐ লাইভার বতমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছে।  এবিষয়ে একটি মামলা জকিগঞ্জ থানা পুলিশ রেকর্ড করেছে। কিন্তু চুরির মামলা রেকর্ড না হওয়ায় পুলিশের উপর স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন। পুলিশের এই রহস্য জনক ভূমিকার কারণে যে কোন সময় ঐ এলাকাশ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে।

উল্লেখ্য এর আগে গত ২০ জুন “জকিগঞ্জে চুরির লাইভ নিয়ে মারামারির মামলা রেকর্ড হলেও চুরির মামলা রেকর্ডে পুলিশের লুকোচুরি খেলা, আর্থিক লেনদেনের অভিযোগ ভুক্তভোগী পরিবারের” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি পাঠকেট উদ্দেশ্য আবার হুবহু তুলে ধরা হলো:- সিলেটের জকিগঞ্জে একটি চুরির অভিযোগ রেকর্ড করতে লুকোচুরির অভিযোগ উঠেছে জকিগঞ্জ থানা পুলিশের বিরুদ্ধে। ঘটনার ১০ দিন অতিবাহিত হলেও এ রিপোর্ট লিখা পর্যন্ত অভিযোগটি আমলে নিয়ে এফায়ার হিসেবে অর্ন্তভূক্ত জকিগঞ্জ থানা পুলিশ।

ভূক্তভোগী পরিবারের অভিযোগ গত ৯ জুন সোমবার সকল আনুমানিক ১১.০০ ঘটিকার সময় জকিগঞ্জের ২ মং বীরশ্রী ইউনিয়নের পীরনগর গ্রামে দুবাই প্রবাসী নাসির উদ্দীন’র বাড়ীতে তালাবদ্ধ ঘরে চুরির ঘটনা ঘটে। এসময় প্রবাসী নাসির উদ্দীন এর স্ত্রী কাজী হালিমা বেগম শিপা বাড়ীতে ছিলেননা। তিনি ৮ জুন জকিগঞ্জ পৌরসভায় অবস্থিত মেয়ের বাড়ীতে বেড়াতে গিয়েছিলেন।

এই সুযোগে একই গ্রামের বাসিন্দা বাবুল আহমদের পুত্র চিহ্নিত চোর জুবেল আহমদ ওরফে গুটাই (২৩) প্রকাশ্যে দিবালোকে ঘরের পিছনের দরজার তালা কেটে ঘরে প্রবেশ করে তিনটি রুমের আসবাবপত্র, স্টিলের আলমিরা ভাংচুর ও তছনছ করে মালামাল নিয়ে যায়। প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে বাড়ীতে এসে দেখেন ঘরের আলমিরাতে রক্ষিত নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা ও ৪ তোলা পরিমান স্বর্ণ যাহার বর্তমান বাজার মূল্য ৫ লক্ষ টাকাসহ আরো কিছু জিনিসপত্র নিয়ে যায়। ঘটনাটি পার্শ্ববতী ঘরের এক গৃহীনি দেখে ফেলেন। তখন চোর কাউকে না বলতে তার হাতে থাকা অস্র দেখিয়ে ঐ গৃহিণীকে মেরে ফেলার ভয় দেখিয়ে চলে যায়।

পরে একই গ্রামের মৃত সৈয়দ মকু মিয়ার পুত্র সৈয়দ রেদওয়ান আহমদ নামের এক অনলাইন পোর্টালের সাংবাদিককে বাড়ীতে খবর দিয়ে কাজী হালিমা চুরির ঘটনার লাইভ সম্প্রচার করান। এই লাইভে পার্শ্ববতী ঘরের গৃহিণী যিনি জুবেল আহমদ ওরফে গুটাইকে চুরি করে মাল নিয়ে যেতে দেখেছেন তিনি সাংবাদিক দেখে সহজ সরলভাবে সরাসরি বক্তব্যে চুরের নাম বলে ফেলেন। এই বিষয়টি দেখে চোর লাইভারকে দেখে নেওয়ার হুমকি দেয়।

ঘটনার দিন সন্ধ্যার পর কাজী হালিমা বেগম শিপা জকিগঞ্জ মডেল থানায় হাজির হশে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তাহার অভিযোগে তিনি একই গ্রামের বাসিন্দা বাবুল আহমদের পুত্র চিহ্নিত চোর জুবেল আহমদ ওরফে গুটাই (২৩)কে বিবাদী করেন। তাহার অভিযোগে স্বাক্ষী হিসেবে তিন জনের নাম উল্লেখ করেন। ১) রুনা বেগম ২) কাজী সাবিনা বেগম ও ৩) কাজী মেহেদী হাসান।

এই চুরির লাইভ সম্প্রচারের পরদিন ১০ জুন ভোর আনুমানিক ৬.০০ ঘটিকার সময় জুবেল আহমদ ওরফে গুটাই চোরের নেতৃত্বে সাংবাদিক সৈয়দ রেদওয়ান এর উপর হামলা চালায়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে জকিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে ঢাকায় রেফার করা হয়। পরে রেদওয়ানের আত্নীয়স্বজন মারামারির বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগটি আমলে নিয়ে জকিগঞ্জ থানা পুলিশ মামলা রেকর্ড করলেও চুরির মামলাটি আজও রেকর্ড হয়নি।

ভুক্তভোগী পরিবার এই প্রতিবেদককে বলেন পুলিশি তদন্তে তিনজন স্বাক্ষীর মধ্যে দুজন স্বাক্ষী দিয়েছেন একজন চোরের ভয়ে স্বাক্ষী দিতে অপারগতা প্রকাশ করেন সাংবাদিকের মারামারি দেখে। তারা আরো বলেন আমরা টাকা দিতে না পাড়ায় এবং চোরদের কাছ থেকে বড় অংকের টাকা পেয়ে তদন্ত কর্মকর্তা আমাদের অভিযোগটি রেকর্ড করতে লুকোচুরি করছেন বলে সন্দেহ হচ্ছে।

চুরির অভিযোগের বিষয়ে জানতে তদন্ত কর্মকর্তা জকিগঞ্জ থানার এস আই সুমন এর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সময় টিভি বাংলাকে বলেন মামলাটি তদন্তে আছে, দায়সারা জবাব দিয়ে বলেন আমরা আসামীকে মারামারির অভিযোগে গ্রেফতারের চেষ্টা করছি।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন এই প্রতিবেদককে বলেন জুবেল আহমদ ওরফে গুটাই এলাকার চিহ্নিত চোর ও সন্ত্রাসী। সে এমন একজন লোক, যাকে টার্গেট করবে তাকে অস্র দিয়ে আঘাত করবেই কেউ ফেরাতে পারবেনা। তাহার আত্নীয় স্বজন ও প্রভাবশালী এবং মাদক ব্যবসায়ী, আর্থিক অবস্থাও খুবই ভালো।

সচেতন মহলের প্রশ্ন একজন চিহ্নিত চোরের
অভিযোগটি রেখে অন্য মামলায় গ্রেফতার করতে পুলিশের বলা রহস্যজনক? এর কারণ হলো তিনি বিবাদীদের কাছ থেকে আর্থিক সুবিধা পেয়েছেন।

উল্লেখ্যে এই ঘটনার ১৫দিন আগে জুবেল আহমদ ওরফে গুটাই অন্য একটি চুরির মামলায় জেল খেটে জামিনে বের হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট