মুহাম্মদ নেজাম উদ্দিন, চট্টগ্রাম:: গত ১৯ জুন ২০২৫ ইং, বৃহস্পতিবার—বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে এবং আরজেএফ কার্যালয়ে অনুষ্ঠিত আলাদা দুইটি সৌজন্য সাক্ষাৎ ও আলোচনাকালে শোকর-এ মওলা মঞ্জিল কর্তৃক প্রকাশিত মাইজভাণ্ডারী দর্শনের মুখপত্র "শোকর" ম্যাগাজিন প্রদান করা হয়েছে।
বাংলাদেশ প্রেস কাউন্সিলের সম্মানিত চেয়ারম্যান ও মাননীয় বিচারপতি জনাব এ. কে. এম. আবদুল হাকিম এবং প্রেস কাউন্সিলের সচিব জনাব মোঃ আবদুস সবুর মহোদয়ের হাতে ম্যাগাজিনটি তুলে দেন আশেকানে হক ভাণ্ডারী, শোকর-এ মওলা মঞ্জিলের সদস্য ও সাংবাদিক মুহাম্মদ নেজাম উদ্দিন।
একইদিনে রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর চেয়ারম্যান জনাব এস. এম. জহিরুল ইসলাম মহোদয়ের কাছে আরজেএফ কার্যালয়ে অনুষ্ঠিত আরেকটি সাক্ষাৎকারে ম্যাগাজিনটি প্রদান করা হয়।
প্রকাশক: মিসেস মোর্শেদা হাসান, সম্পাদক : কল্লোল পাল সর্দার, প্রধান সম্পাদক : ইমরান হাসনাত জুম্মান(ইউকে প্রবাসী) ,
সহ-সম্পাদক: মো: আল-আমীন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট।, মোবাইল: ০১৬০৭৮৯৭৭৯৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত