নিজস্ব প্রতিবেদক:: ২৪/০৬/২০২৫খ্রিঃ অনুমান ২২.৪০ ঘটিকায় মহানগর গোয়েন্দা পুলিশ কোতয়ালী মডেল থানাধীন বন্দর বাজারস্থ ‘সিটি হার্ট” আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ০৮ (আট) জন পুরুষ ও ০২ (দুই) জন নারী মোট ১০ জনকে আটক করা হয়। আটককৃতরা হলো ১।মোঃ ওয়াজিদুর রহমান (৪৭)।২। রাহুল কুড়ি (২২), ৩। মোঃ রিফাত ইসলাম (২৩) ৪। পলাশ (২২), ৫। সজিব আহম্মদ রাহি (১৯), ৬। হাসান আহম্মদ (২৪), ৭। মোঃ নুরুল ইসলাম (২৮), ৮। মোঃ আব্দুর শুক্কুর (৩০), ৯। আনিকা আক্তার রুপা (২২), ১০। আফসানা বেগম (২৩)। উক্ত ঘটনার বিষয়ে কোতয়ালী মডেল থানার নন এফআইআর নং- ২৭৫, তারিখ- ২৫/০৬/২০২৫ খ্রিঃ ধারা-সিলেট মহানগরী পুলিশ আইন, ২০০৯ এর ৭৭ রুজু হয়। গ্রেফতারকৃতদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রকাশক: মিসেস মোর্শেদা হাসান, সম্পাদক : কল্লোল পাল সর্দার, প্রধান সম্পাদক : ইমরান হাসনাত জুম্মান(ইউকে প্রবাসী) ,
সহ-সম্পাদক: মো: আল-আমীন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট।, মোবাইল: ০১৬০৭৮৯৭৭৯৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত